দল বেঁধে ঘুরছে 'তারা', দেখলেই তেড়ে আসছে! বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই শিশুদের

Last Updated:

তাড়া খেয়ে ভয়ে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও রয়েছে।

+
পথকুকুরদের

পথকুকুরদের ভয়ে স্কুলে যেতে পারছে না খুদে পড়ুয়ারা

হাওড়া, রাকেশ মাইতি: স্কুলের পথে যেতেই ভয়ে কাঁটা ছাত্র-ছাত্রীরা! প্রাপ্তবয়স্করাও ওই পথে পা ফেলেন ভয়ে ভয়ে। কুকুরের কামড়ে আক্রান্ত স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসী অনেকেই। গত কয়েক দিনে আরও বেড়েছে পথকুকুরের অত্যাচার, এমনটাই অভিযোগ স্থানীয় মানুষের। সমস্যা এতটাই যে, বাড়ি থেকে বাইরে বের হওয়ার উপায় নেই শিশুদের। এই ঘটনা হাওড়ার বাঁকড়া বটতলা এলাকায়।
আরও পড়ুনঃ  অতি লোভে তাঁতি নষ্ট! লোভে পড়ে ‘সোনার মুদ্রা’ কিনতে গুজরাট থেকে হাওড়ায়… সর্বস্বান্ত হয়ে কপাল চাপড়াচ্ছেন ব্যবসায়ী
পথচলতি মানুষ দেখলেই হঠাৎ একদল কুকুর ধেয়ে আসছে। কুকুরের তাড়া খেয়ে ভয়ে পড়ে গিয়ে আহত হওয়ার ঘটনাও যেমন রয়েছে, তেমনই কুকুরের কামড়ের ঘটনা এলাকায় বেড়ে চলেছে। এমন অবস্থায় সমস্যায় পড়েছে বাঁকড়া দারুল কুরআন হাই মাদ্রাসার পড়ুয়ারা। স্কুলে যাবার রাস্তায় এবং মাদ্রাসার সামনে দল বেঁধে কুকুর ঘোরাফেরা করছে। একা ছাত্র-ছাত্রী পৌঁছতে গেলে কুকুরের দল মাঝে মধ্যেই কামড় দিতে আসছে। ইতিমধ্যেই বেশ কিছু জনকে কামড় বসিয়েছ, ফলে আতঙ্ক বেড়েছে এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় মানুষের অভিযোগ, এলাকায় মাঝেমধ্যেই কুকুরে কামড়ানোর দু-একটা ঘটনা সামনে আসে। সেই সমস্যা সাধারণ বিষয়। কিন্তু ইদানিং কুকুরের কামড় বেড়ে গিয়েছে। হেঁটে রাস্তা পারাপার করলে মানুষের পিছু নিচ্ছে কুকুরের দল। ফলে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক বেড়েছে। বিশেষ করে সমস্যায় পড়েছে শিশুরা। এমত অবস্থায় স্থানীয় মানুষের দাবি, প্রশাসন এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করুক। যাতে মানুষের মধ্যে আতঙ্ক দূর হয়। এলাকার মানুষজন নিশ্চিন্তে ঘরের বাইরে বের হতে পারেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দল বেঁধে ঘুরছে 'তারা', দেখলেই তেড়ে আসছে! বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই শিশুদের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement