Howrah News: প্লাস্টিক মুক্ত সমাজ গড়তেই হবে,পিকনিকের মরশুমে মানুষের ভিড়ে টহল দিচ্ছে যুবক-যুবতীরা
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
দূষণমুক্ত সমাজ গড়তে কড়া পদক্ষেপ একদল যুবকের। যখন বর্ষবরণ উৎসবে মেতেছেন সাধারণ মানুষ, তখন সঙ্ঘবদ্ধ হয়েছেন বেশ কয়েকজন যুবক-যুবতী। কারণ? এই উৎসব মুখরিত দিনে যাতে দূষণ নিয়ন্ত্রণ হয়
হাওড়া, রাকেশ মাইতি: দূষণমুক্ত সমাজ গড়তে কড়া পদক্ষেপ একদল যুবকের। যখন বর্ষবরণ উৎসবে মেতেছেন সাধারণ মানুষ, তখন সঙ্ঘবদ্ধ হয়েছেন বেশ কয়েকজন যুবক-যুবতী। কারণ? এই উৎসব মুখরিত দিনে যাতে দূষণ নিয়ন্ত্রণ হয়। কীভাবে? দামোদর চরে চলছে সচেতনতা। পিকনিকে আসা মানুষদের পরিবেশ দূষণকারী সামগ্রীর বদলে পরিবেশবান্ধব সামগ্রী তুলে দেওয়া হচ্ছে।
মানুষের মাঝে গিয়ে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বদ্ধপরিকর ৩৫ জন। যোগদান করেন আরও কয়েকজন পরিবেশপ্রেমী মানুষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি লক্ষ্মীকান্ত দাস।
এ’বছরের সবচেয়ে বড় প্রাপ্তি হল বিগত কয়েক বছরের প্রচারের ফলে অনেক মানুষ সচেতন হয়েছেন। উদ্যোক্তাদের কথায়, বিগত কয়েক বছর এ’ভাবেই একটু একটু করে মানুষকে সচেতন করা হচ্ছে। শুধু একটা দিন পরিবেশ দিবস পালন করে নয়, উৎসব অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশ দূষণকারী পদার্থ ত্যাগের পরামর্শ দেওয়াও প্রয়োজন। যদিও প্লাস্টিকের গ্লাস ব্যবহার তুলনামূলকভাবে কমেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 7:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: প্লাস্টিক মুক্ত সমাজ গড়তেই হবে,পিকনিকের মরশুমে মানুষের ভিড়ে টহল দিচ্ছে যুবক-যুবতীরা








