West Bengal News: বিশ্বসেরা বাংলার ছেলে...! ১০ বছরের সৌজন্যকে ঘিরে জয়জয়কার হাওড়ায়! সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি থেকে হ্যান্ড রাইটিং, চমকে দেওয়া সাফল্য

Last Updated:

West Bengal News: বিস্ময় বালক, মাত্র ১০ বছর বয়সেই ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পুরস্কার! এবার আন্তর্জাতিক সংস্থার একটি আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় দেশের একমাত্র এবং সারা পৃথিবীর মধ্যে যৌথভাবে শীর্ষস্থানে সৌজন্য মাজি

+
বিস্ময়

বিস্ময় বালক দশ বছর বয়স পূর্ণ হবার আগেই জাতীয় ও আন্তর্জাতিক তরে বহু পুরস্কার

হাওড়া: বিস্ময় বালক, মাত্র ১০ বছর বয়সেই ঝুলিতে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের একাধিক পুরস্কার! এবার আন্তর্জাতিক সংস্থার একটি প্রতিযোগিতায় দেশের একমাত্র এবং সারা পৃথিবীর মধ্যে চিন ও ভারত যৌথভাবে শীর্ষস্থানে হাওড়ার ছেলে সৌজন্য মাজি।
সাধারণ জ্ঞান অঙ্ক ইংরেজি থেকে হাতের লেখা সব ক্ষেত্রে রয়েছে অসামান্য দক্ষতা। এবার স্পেলিং বা বানান দক্ষতার জেরে বিভিন্ন দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে শীর্ষস্থানে সে। এর আগে স্পেল-এ-থন অলিম্পিয়াড, লিডো ইয়ং অ্যাচিভার ক্রিয়েটিভ প্রবলেম সলভার, লিটল ল্যাপ, কালাম ওয়ার্ল্ড রেকর্ড-সহ একাধিক পদক জয়ের রেকর্ড। সব মিলিয়ে এমন প্রায় ১৫ – ২০টি খেতাব তার ঝুলিতে।
advertisement
advertisement
সৌজন্যের পরিবার সূত্রে জানা যায়, যখন দুই থেকে তিন বছর বয়স তবে স্কুলে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি চলছিল, সে সময় যা কিছু তাকে পড়ানো হয় সবটুকুই নিজের আয়ত্তে করে নিয়েছিল সৌজন্য। তারপর স্কুলে লেখাপড়া শুরু। নিজের পাঠ্য বই ছাড়াও সাধন জ্ঞানে তার দারুন আগ্রহ।
advertisement
বিশেষ করে অঙ্ক ইংরেজিতে অসামান্য দক্ষতা লক্ষ্য করার মতো। এরপর কৌতূহলবশত এক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ। প্রথমবারেই শীর্ষস্থান দখল, তারপর একের পর এক পুরস্কার জয়। এবার আন্তর্জাতিক স্তরের এই পুরস্কার জয়ে আরও বেশি করে আশার আলো দেখাচ্ছে সৌজন্য।
advertisement
এ প্রসঙ্গে সৌজন্যের মা, মৌসুমী মাজি জানান, ২০২৪ সালের মার্চ মাসে এই আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সৌজন্য। দীর্ঘ কয়েক মাস অপেক্ষার পর অবশেষে দিন কয়েক আগে ইমেইলের মাধ্যমে জানতে পারে সারা পৃথিবীর মধ্যে চিনের একজন পড়ুয়া এবং ভারতের সৌজন্য যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে। এতে আমরা সকলেই ভীষণ আনন্দিত বলে জানান তিনি। তিনি আরও জানান, এই সাফল্যে সকলেই আনন্দিত। বিভিন্ন জায়গা থেকে সৌজন্যকে শুভেচ্ছা জানানো হচ্ছে। ইতিমধ্যেই স্কুল থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে বাংলার গর্বের এই পড়ুয়াকে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বিশ্বসেরা বাংলার ছেলে...! ১০ বছরের সৌজন্যকে ঘিরে জয়জয়কার হাওড়ায়! সাধারণ জ্ঞান, অঙ্ক, ইংরেজি থেকে হ্যান্ড রাইটিং, চমকে দেওয়া সাফল্য
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement