Howrah News: তরতরিয়ে চলছে কাগজের কুমির, হারিয়ে যাওয়া খেলনায় মেতেছে এ'কালের শিশুরা

Last Updated:

হারিয়ে যাওয়া খেলনার চাহিদা তুঙ্গে

+
চাহিদার

চাহিদার সঙ্গে মেলায় বিক্রি হচ্ছে পুরনো সেদিনের হারিয়ে যাওয়া খেলনা

হাওড়া: হারিয়ে যাওয়া খেলনায় মেতেছে এ যুগের শৈশব! বর্তমান সময়ে শৈশব থেকে যুবসমাজ আসক্ত ডিজিটাল মাধ্যমে। এর ফলে খেলার মাঠ শূন্য হয়ে পড়ছে। শৈশব হয়ে পড়ছে গৃহবন্দী। যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকের শিশু আর সেকালের শিশুর চাহিদার মধ্যে রয়েছে অগাধ ব্যবধান। শিশুদের মধ্যে  খাবারের স্বাদ থেকে খেলনা পছন্দে দেখা দিয়েছে আমূল পরিবর্তন। ইদানীংকালে শিশুদের পছন্দ স্মার্ট ফোন কিংবা আধুনিক কেতার খেলনা। কিন্তু একসময়ে শিশুদের শৈশব জুড়ে ছিল তালপাতার সিপাই, কাগজের চরকা , মাটির পুতুল, কাগজ বা কাঠের নানা খেলনা।
সহজ সরল শৈশব আনন্দে বুঁদ হয়ে থাকত এই সমস্ত খেলনা হাতে পেয়ে। এবার হারিয়ে যাওয়া খেলনার মধ্যে দিয়ে সেকালের সেই শৈশব ধরা দিল একালে। কাগজের কুমির এ’যুগের শৈশবকেও আকৃষ্ট করছে। শুধু বিকোচ্ছে এমন ব্যাপার নয়, বিক্রেতা জানাচ্ছেন, চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এই খেলনা। শিশু থেকে বৃদ্ধ সকলের নজর আকৃষ্ট। প্রবীণরাও এই খেলনা দেখে ক্ষণিকের জন্য শৈশব ফিরে পাচ্ছেন।
advertisement
বড় বড় খেলনার দোকানের সামনে ফুটপাতে কাগজের কুমির বিক্রি হচ্ছে দেদারে। পথ চলতি মানুষ থমকে দাঁড়িয়ে পড়ছে সেখানে, দেখছেন, কিনছেন। শিশুদের মধ্যে এই খেলনা ঘিরে ভীষণ উৎসাহ।
advertisement
খবরের কাগজ ভাঁজ করে রং দেওয়া হয়েছে উপর থেকে। সেই সঙ্গে শক্ত কাগজ কাটিং করে তৈরি কুমিরের মাথা। সূক্ষ্ম সুতো,মাটির চাকা আর গার্ডার ফিটিং করলে তৈরি কাগজের চলন্ত কুমির।
advertisement
বিক্রেতা জানান, পুরনো দিনের এই খেলনার গত কয়েক বছরে চাহিদা বেড়েছে। সারা বাংলা জুড়ে এই কাগজের তৈরি খেলনার চাহিদা রয়েছে। হাওড়ার সিদ্ধেশ্বরে দেখা গেল মাত্র কুড়ি টাকার খেলনায় মাতোয়ারা শিশুরা।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: তরতরিয়ে চলছে কাগজের কুমির, হারিয়ে যাওয়া খেলনায় মেতেছে এ'কালের শিশুরা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement