Howrah News: গোটা হাওড়ার গর্বের শেষ নেই এখন! কারণ একজনই, অমিত মাজি! চেনেন চন্দ্রযানের অন্যতম নায়ককে?

Last Updated:

Howrah News: জানা যায়, চন্দ্রযান ২ এর পর চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ইসরোর সিনিয়র সাইন্টিস্ট অমিত মাজির।

+
অমিত

অমিত মাজিকে নিয়ে শোরগোল

হাওড়া: বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়ে ইতিহাস গড়েছে ভারত। আর এই ইতিহাস গড়ার অন্যতম কারিগর হাওড়া উদয়নারায়ণপুরের অমিত মাজি। ঐতিহাসিক এই সফল চন্দ্রাভিযানের সঙ্গে ওতোপ্রোতভাবে যুক্ত গ্রামীণ হাওড়া উদয়ানারায়ণপুর ব্লকের খিলা গ্রামের অমিত মাজি। এই খবর ছড়িয়ে পড়তে গ্রাম তথা জেলা জুড়ে খুশির জোয়ার।
জানা যায়, চন্দ্রযান ২ এর পর চন্দ্রযান-৩ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ইসরোর সিনিয়র সাইন্টিস্ট অমিত মাজির। হাওড়ার উদয়নারায়ণপুরের খিলা গ্রামেই ছোটো থেকে অমিতের বড়ো হয়ে ওঠা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক লেখাপড়া গ্রামেই সম্পন্ন হয়। খিলা স্পেশাল কেডার প্রাইমারি স্কুল থেকে প্রাথমিক স্তরে পড়াশোনা। তারপর খিলা গোপীমোহন শিক্ষা সদনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা। এর পর বেলুড়ে পদার্থবিদ্যায় স্নাতক ও পরে রাজাবাজার সায়েন্স কলেজে বি.টেক করেন বিজ্ঞানী অমিত বাবু। এরপর ২০০৬ সালে ইসরোয় যোগ দেওয়া। অমিত বাবুরা তিন ভাইবোন। দুই বোনের কোলে ছোট ভাই অমিত।
advertisement
advertisement
পারিবারিক আর্থিক প্রতিবন্ধকতার মাঝেও খিলা গ্রামের জামতলার বাড়ি থেকেই অমিত বাবুর স্বপ্ন দেখা শুরু। ছোটো বেলায় যেমন দুরন্ত ছিল তেমনি পড়াশোনার প্রতি মনোযোগী। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাতেও ভীষণ পারদর্শী ছিল। কর্মসূত্রে মা, স্ত্রী ও দু’ই ছেলেমেয়েকে নিয়ে বেঙ্গালুরুতে থাকেন। তবে নিজের গ্রাম, গ্রামের মানুষ, স্কুল এবং শিক্ষক মহাশয়দের ভুলে যায়নি। বর্তমানেও খিলা গ্রামের নিবিড় যোগাযোগ তার। চরম ব্যস্ততার মাঝেও মাঝেমধ্যে বাড়িতে আসেন। নিয়মিত খিলা গোপীমোহন স্কুলের শিক্ষকদের সাথেও যোগাযোগ রাখেন। পাড়া-প্রতিবেশীদের সঙ্গেও সময় কাটান।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, চন্দ্রযান-২ এর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অমিত বাবু। চন্দ্রযান-৩ এর অবতরণের লাইভে বছর চুয়াল্লিশের অমিত মাজির ছবি ভেসে উঠতেই উচ্ছাস ও আবেগে ফেটে পড়েন গ্রামের মানুষ। বৃহস্পতিবার সকালেই অমিত বাবুর স্কুল খিলা গোপীমোহন শিক্ষা সদনের পক্ষ থেকে তাঁকে ফোন মারফত শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এর পাশাপাশি, বৃহস্পতিবার বিদ্যালয়ের পড়ুয়াদের সামনে তাঁদের কৃতি পড়ুয়ার অভাবনীয় কৃতিত্বকে তুলে ধরেন শিক্ষকেরা।
advertisement
—— রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: গোটা হাওড়ার গর্বের শেষ নেই এখন! কারণ একজনই, অমিত মাজি! চেনেন চন্দ্রযানের অন্যতম নায়ককে?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement