Howrah News: মাথার ছাদ হারিয়েছে, ত্রিপল ছাউনির নীচে বেলগাছিয়ার 'সর্বহারা' একাধিক পরিবার
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
প্রায় সপ্তাহখানেক আগে প্রথম ধস নামে। তার ২-৩ দিনের মধ্যেই ভয়াবহ রূপ নেয় ধস। এক-এক করে প্রায় একশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত
হাওড়া: মাথার ছাদ হারিয়েছে, একটাই ত্রিপল ছাউনি এখন একাধিক পরিবারের আস্তানা! ধসে ভেঙে পড়েছে বসত বাড়ি। মাথার ছাদ হারিয়ে লাটে উঠেছে মানুষের কাজকর্ম, ছেলেমেয়েদের লেখাপড়া। ঘরহারা বেলগাছিয়া ভাগার সংলগ্ন মানুষের ঠাঁই হয়েছে কালো পলিথিনের নীচে। সেখানেই ছেলে-বুড়ো, পরিবারের সকল সদস্য দিনরাত কাটাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত দু’বেলা দু’মুঠো খাবারের আশায় মরিয়া। এই বুঝি জল এল! একটু অসতর্ক হলে বা চোখের পাতা পড়লে মিলবে না জল ও খাবার। এভাবেই এক এক করে প্রায় আট দিন পেরিয়েছে। শুকনো বিস্কুট, মুড়ি আর দুপুর রাতে ত্রাণকেন্দ্রের খাবার খেয়ে দিন কাটছে মানুষের। এর মধ্যে কিছু পরিবারে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শৌচালয়ের।
প্রায় সপ্তাহখানেক আগে প্রথম ধস নামে। তার ২-৩ দিনের মধ্যেই ভয়াবহ রূপ নেয় ধস। এক-এক করে প্রায় একশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। মাথার ছাদ হারিয়ে সেখানকার মানুষের অবস্থা সর্বহারা। তাঁরা খুঁজছেন স্থায়ী ঠিকানা। কতদিনে ফের ঘর ফিরে পাবেন? হাতরাচ্ছেন উত্তর।
এদিকে বেলগাছিয়া ধস-এর কারণ, উৎস কোথায়, নানা বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। বেলগাছিয়া স্তুপ থেকে আবর্জনা সরিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার পাশাপাশি হাওড়া পুরসভা এলাকার প্রতিদিনের আবর্জনা বেলগাছিয়ার পরিবর্তে জগাছায় নিয়ে যাবার পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে দীর্ঘ প্রক্রিয়ার পর এখানকার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আদৌ সেখানে বসবাস করতে পারবেন? নাকি বসবাসের জায়গা হবে অন্যত্র? নানা প্রশ্নচিহ্ন ‘সবহারা’দের মনে।
advertisement
advertisement
এই দুর্যোগের সময় হাওড়া পুরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন মানুষ খুঁজছেন স্থায়ী ঠিকানা। তড়িঘড়ি তাঁদের ত্রিপল ছাউনি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।, কিছুটা নিশ্চিন্ত করতে নিয়ে আসা হয়েছে বেশ কয়েকটি কন্টেইনার, যার মাধ্যমে নিরাপদ ভাবে রাত কাটাতে পারবে ঘরহারা মানুষ। একই সঙ্গে তাঁদের গৃহস্থালীর জিনিসপত্র নিরাপদে থাকবে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2025 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাথার ছাদ হারিয়েছে, ত্রিপল ছাউনির নীচে বেলগাছিয়ার 'সর্বহারা' একাধিক পরিবার