Howrah News: মাথার ছাদ হারিয়েছে, ত্রিপল ছাউনির নীচে বেলগাছিয়ার 'সর্বহারা' একাধিক পরিবার

Last Updated:

প্রায় সপ্তাহখানেক আগে প্রথম ধস নামে। তার ২-৩ দিনের মধ্যেই ভয়াবহ রূপ নেয় ধস। এক-এক করে প্রায় একশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত

+
মাথার

মাথার ছাদ হারিয়ে এক ত্রিপল এর ছাউনিতে একাধিক পরিবার 

হাওড়া: মাথার ছাদ হারিয়েছে, একটাই ত্রিপল ছাউনি এখন একাধিক পরিবারের আস্তানা! ধসে ভেঙে পড়েছে বসত বাড়ি। মাথার ছাদ হারিয়ে লাটে উঠেছে মানুষের কাজকর্ম, ছেলেমেয়েদের লেখাপড়া। ঘরহারা বেলগাছিয়া ভাগার সংলগ্ন মানুষের ঠাঁই হয়েছে কালো পলিথিনের নীচে। সেখানেই ছেলে-বুড়ো, পরিবারের সকল সদস্য দিনরাত কাটাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত দু’বেলা দু’মুঠো খাবারের আশায় মরিয়া। এই বুঝি জল এল! একটু অসতর্ক হলে বা চোখের পাতা পড়লে মিলবে না জল ও খাবার। এভাবেই এক এক করে প্রায় আট দিন পেরিয়েছে। শুকনো বিস্কুট, মুড়ি আর দুপুর রাতে ত্রাণকেন্দ্রের খাবার খেয়ে দিন কাটছে মানুষের। এর মধ্যে কিছু পরিবারে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে শৌচালয়ের।
প্রায় সপ্তাহখানেক আগে প্রথম ধস নামে। তার ২-৩ দিনের মধ্যেই ভয়াবহ রূপ নেয় ধস। এক-এক করে প্রায় একশোর বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। মাথার ছাদ হারিয়ে সেখানকার মানুষের অবস্থা সর্বহারা। তাঁরা খুঁজছেন স্থায়ী ঠিকানা। কতদিনে ফের ঘর ফিরে পাবেন? হাতরাচ্ছেন উত্তর।
এদিকে বেলগাছিয়া ধস-এর কারণ, উৎস কোথায়, নানা বিষয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলবে। বেলগাছিয়া স্তুপ থেকে আবর্জনা সরিয়ে কলকাতায় নিয়ে যাওয়ার পাশাপাশি হাওড়া পুরসভা এলাকার প্রতিদিনের আবর্জনা বেলগাছিয়ার পরিবর্তে জগাছায় নিয়ে যাবার পরিকল্পনা করা হচ্ছে। সব মিলিয়ে দীর্ঘ প্রক্রিয়ার পর এখানকার মানুষের ভাগ্য নির্ধারণ হবে। আদৌ সেখানে বসবাস করতে পারবেন? নাকি বসবাসের জায়গা হবে অন্যত্র? নানা প্রশ্নচিহ্ন ‘সবহারা’দের মনে।
advertisement
advertisement
এই দুর্যোগের সময় হাওড়া পুরসভার পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বেলগাছিয়া ভাগাড় সংলগ্ন মানুষ খুঁজছেন স্থায়ী ঠিকানা। তড়িঘড়ি তাঁদের ত্রিপল ছাউনি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।, কিছুটা নিশ্চিন্ত করতে নিয়ে আসা হয়েছে বেশ কয়েকটি কন্টেইনার, যার মাধ্যমে নিরাপদ ভাবে রাত কাটাতে পারবে ঘরহারা মানুষ। একই সঙ্গে তাঁদের গৃহস্থালীর জিনিসপত্র নিরাপদে থাকবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: মাথার ছাদ হারিয়েছে, ত্রিপল ছাউনির নীচে বেলগাছিয়ার 'সর্বহারা' একাধিক পরিবার
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement