Howrah News: ক্লু-তেই লুকিয়ে গন্তব্যের নাম! শহরে এই প্রথম অভিনব সাইকেল প্রতিযোগিতা
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
শহরে এই প্রথম সাইকেলিস্ট কম্পিটিশন! সারা বাংলার প্রতিযোগিতা হাজির হাওড়ায়,শহরে সাইকেল ম্যারাথন খুব সাধারণ ঘটনা,তবে এই ধরনের প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হল প্রাচীন শহর হাওড়ায়
ক্লু-তেই লুকিয়ে গন্তব্যের নাম! শহরে এই প্রথম অভিনব সাইকেল প্রতিযোগিতাহাওড়া: ক্লু-তেই লুকিয়ে গন্তব্যের নাম! শহরে এই প্রথম অভিনব সাইকেল প্রতিযোগিতা সারা বাংলার থেকে প্রতিযোগীরা হাজির হাওড়ায়। শহরে সাইকেল ম্যারাথন খুব সাধারণ ঘটনা। তবে এই ধরনের ‘বিশেষ’ মজাদার প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হল প্রাচীন শহর হাওড়ায়।
শহরে সাইকেল আরোহীদের জন্য আলাদা কোনও ট্র্যাক নেই। সাধারণ রাস্তায় অভিনব এই সাইকেল প্রতিযোগিতা আয়োজন করে দারুণ ভাবে সারা ফেলে দিল ‘হাওড়া সাইকেলিস্ট’ গ্রুপ। ব্যস্ত শহরের মধ্যেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উৎসাহিত নবীন-প্রবীণ সাইকেল আরোহীরা।
advertisement
advertisement
এই সাইকেল প্রতিযোগিতায় পুরুষ মহিলা উভয়ে ২৫টি দল অংশগ্রহণ করে। প্রতি দলে দুইজন করে প্রতিযোগী। রবিবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ডুমুর জেলা পোর্ট অ্যাসোসিয়েশন ক্লাব থেকে সাইক্লিস্ট কম্পিটিশন সূচনা হয়। মূলত ২৫ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে হাওড়ার ঐতিহ্যবাহী তিনটি স্থান পৌঁছে পুনরায় ফিরে আসবে সূচনা স্থানে। এই তিনটি স্থান নাম কাউকে বলা হয়নি এই প্রতিযোগিতায়। শুধু দেওয়া হয়েছে কয়েকটি ক্লু।
advertisement
প্রথম সূত্র ছিল ,’১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হাওড়া জেলা , রাজ্য তথা দেশের অন্যতম বিখ্যাত কারিগরি শিক্ষা কলেজ | এটি দেশের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। দ্বিতীয় সূত্র, “পূর্ব পশ্চিম বরাবর দুই শহরের যোগসূত্র। তবে উপর দিয়ে নয় নীচে দিয়ে | “বিখ্যাত কথা সাহিত্যিকের নামে নামাঙ্কিত অডিটোরিয়ামের কাছ থেকে আমার পথ চলা শুরু”।তৃতীয় সূত্র, “ক্ষণজন্মা বাঙালি মহাপুরুষের কর্মস্থল ও অন্তিম বিশ্রামস্থল যিনি আমেরিকাবাসিদের ভাই ও বোন বলে অভিবাদন জানিয়েছিলেন”l উত্তর যথাক্রমে,বি কলেজ, হাওড়া মেট্রো এবং বেলুড় মঠ।
advertisement
তিনটি স্থানে আগে থেকেই হাজির রয়েছে উদ্যোগীদের একটি করে দল। প্রতিযোগীরা নাম নথিভূক্ত করবে সেখানে। নাম নথিভুক্ত করে আবার সূচনা স্থানে ফিরতে হবে। সূূচনা থেকে ক্লু পয়েন্ট প্রায় ১ ঘন্টা ১ মিনিট সময় একটি দল ঘুরে আসে। প্রতিযোগীদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়। হাওড়ার ক্লাইম্ব থেকে প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তা হাওড়া সাইকেল আরোহীর সদস্য রাকেশ দাস জানান, দীর্ঘ প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় তিনটি ঐতিহ্যবাহী স্থান ছুঁয়ে আসবে প্রতিযোগিরা। প্রতিযোগিতা নিজেদের মত পথ বেছে নিয়ে তিনটি স্থান পৌঁছে আবার ফিরে আসে।এ প্রসঙ্গে পর্বত আরোহী মলয় মুখোপাধ্যায় এবং স্বরাজ ঘোষ জানান, এটি একটু ভাল উদ্যোগ। সাইকেলে আর বেশি করে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2025 12:33 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ক্লু-তেই লুকিয়ে গন্তব্যের নাম! শহরে এই প্রথম অভিনব সাইকেল প্রতিযোগিতা
