সন্ত্রাসবাদকে সপাটে থাপ্পর...! ৭ দিন না কাটতেই পর্যটকরা পহেলগাঁওয়ে, তুললেন সেলফি, দিলেন বড় বার্তা

Last Updated:
Pahalgam News Today: যেখানে প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পর্যটকের ভিড় থাকত, সেখানে গত মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরের দিনগুলিতে মাত্র ৫০-১০০ জন দর্শনার্থী দেখা গিয়েছিল। কারণ সেই নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। স্বজনহারা হয়েছেন বহু মানুষ। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে কয়েকশ চোখে। রক্তে ভেসেছে উপত্যকা।
1/7
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ঝড়ের মতো কেটে গিয়েছে মাত্র কয়েকটা দিন। দেশ-বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই ভয়াবহ জঙ্গি হামলা টার্গেট ছিলেন পর্যটকেরা। তাঁদের মনেই কী ভয় গেঁথে দিতে চাইছে সন্ত্রাসবাদ?
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ঝড়ের মতো কেটে গিয়েছে মাত্র কয়েকটা দিন। দেশ-বিশ্বকে নাড়িয়ে দেওয়া এই ভয়াবহ জঙ্গি হামলা টার্গেট ছিলেন পর্যটকেরা। তাঁদের মনেই কী ভয় গেঁথে দিতে চাইছে সন্ত্রাসবাদ?
advertisement
2/7
কিন্তু সপ্তাহ না কাটতেই দেখা গেল অন্য ছবি। সেই পহেলগাঁওয়ে পর্যটকদের দেখা গেল সপ্তাহান্তেই। বেশ স্বচ্ছন্দে এই মনোরম রিসর্ট শহরে ঘোরাফেরা করছেন তাঁরা সপরিবারে। তুলছেন সেলফিও।
কিন্তু সপ্তাহ না কাটতেই দেখা গেল অন্য ছবি। সেই পহেলগাঁওয়ে পর্যটকদের দেখা গেল সপ্তাহান্তেই। বেশ স্বচ্ছন্দে এই মনোরম রিসর্ট শহরে ঘোরাফেরা করছেন তাঁরা সপরিবারে। তুলছেন সেলফিও।
advertisement
3/7
যেখানে প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পর্যটকের ভিড় থাকত, সেখানে গত মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরের দিনগুলিতে মাত্র ৫০-১০০ জন দর্শনার্থী দেখা গিয়েছিল। কারণ সেই নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। স্বজনহারা হয়েছেন বহু মানুষ। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে কয়েকশ চোখে। রক্তে ভেসেছে উপত্যকা।
যেখানে প্রতিদিন ৫,০০০ থেকে ৭,০০০ পর্যটকের ভিড় থাকত, সেখানে গত মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরের দিনগুলিতে মাত্র ৫০-১০০ জন দর্শনার্থী দেখা গিয়েছিল। কারণ সেই নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক। স্বজনহারা হয়েছেন বহু মানুষ। এক মুহূর্তে অন্ধকার নেমে এসেছে কয়েকশ চোখে। রক্তে ভেসেছে উপত্যকা।
advertisement
4/7
সপ্তাহান্তে কিন্তু একেবারে অন্য ছবি। পহেলগাঁওয়ের রাস্তায় শনি-রবি দেখা গেল এক অনবদ্য হৃদয়গ্রাহী দৃশ্য। পর্যটকরা সপ্তাহান্তের খুশি খুশি মেজাজেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভূস্বর্গ সুন্দরীকে।
সপ্তাহান্তে কিন্তু একেবারে অন্য ছবি। পহেলগাঁওয়ের রাস্তায় শনি-রবি দেখা গেল এক অনবদ্য হৃদয়গ্রাহী দৃশ্য। পর্যটকরা সপ্তাহান্তের খুশি খুশি মেজাজেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ভূস্বর্গ সুন্দরীকে।
advertisement
5/7
লিদার নদীর তীরে পহেলগাঁওয়ের জনপ্রিয় "সেলফি পয়েন্ট"-এও ছবি তুলতে এবং সেলফি ক্লিক করতে দেখা গেল পর্যটকদের। এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা PTI সূত্রে।
লিদার নদীর তীরে পহেলগাঁওয়ের জনপ্রিয় "সেলফি পয়েন্ট"-এও ছবি তুলতে এবং সেলফি ক্লিক করতে দেখা গেল পর্যটকদের। এমনটাই জানা যাচ্ছে সংবাদ সংস্থা PTI সূত্রে।
advertisement
6/7
এইদিন বেশিরভাগ পর্যটকই বলেন যে শহরে পর্যটকদের জন্য কোনও নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা না থাকায়, তাঁরা তাঁদের পূর্বেই করা ছুটির পরিকল্পনা না বানচাল করারই সিদ্ধান্ত নিয়েছিলেন।
এইদিন বেশিরভাগ পর্যটকই বলেন যে শহরে পর্যটকদের জন্য কোনও নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা না থাকায়, তাঁরা তাঁদের পূর্বেই করা ছুটির পরিকল্পনা না বানচাল করারই সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
7/7
তাছাড়া হোটেল মালিকরা বিশেষ ছাড় দিচ্ছেন। শুধু তাই নয়, কিছু কিছু খাবারের দোকান তো প্রতিটি অর্ডারের সঙ্গে একটি মিল ফ্রি দিচ্ছে।
তাছাড়া হোটেল মালিকরা বিশেষ ছাড় দিচ্ছেন। শুধু তাই নয়, কিছু কিছু খাবারের দোকান তো প্রতিটি অর্ডারের সঙ্গে একটি মিল ফ্রি দিচ্ছে।
advertisement
advertisement
advertisement