Howrah News: ক্যারাম খেললেই মিলবে ঝকঝকে বাইক, কুইন পকেট করলেই বাজিমাত! পুরস্কারের লম্বা লিস্ট, দেখুন
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: ক্যারাম প্রতিযোগিতায় পুরস্কার থাকছে বাইক সহ আরও আকর্ষণীয় জিনিস, নিলাম পর্ব থেকেই দারুন আগ্রহ মানুষের।
হাওড়া, রাকেশ মাইতি: ক্যারাম প্রতিযোগিতায় চোখ ধাঁধানো পুরস্কার! ক্যারাম প্রতিযোগিতায় জেলায় এমন পুরস্কার এই প্রথম। ক্যারাম প্রতিযোগিতায় আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকড়া স্বেচ্ছাসেবী সমিতি। এই প্রতিযোগিতায় এবার জেলার বাইরে থেকেও আসছে প্রতিযোগীরা। হাওড়ার বাঁকড়ায় অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় সবথেকে আকর্ষণীয় পুরস্কারের তালিকায় রয়েছে বাইক। এছাড়াও বহু আকর্ষণীয় পুরস্কার এবং থাকছে ফ্রিজ। কয়েক বছর আগে পর্যন্ত প্রায় প্রতিটি ক্লাব প্রতিষ্ঠানে ক্যারাম খেলার চলছিল দারুন। যুবসমাজ সারাদিন মাঠে অন্যান্য খেলায় মাতোয়ারা হয়ে থাকত, সন্ধ্যায় ক্যারাম খেলায় মেতে উঠত। কিন্তু বিগত এক দশকে ক্যারাম খেলার প্রতি যুবসমাজের আগ্রহ কম হয়েছে।
advertisement
আরও পড়ুন: আলুক্ষেতে বড় শিকারের ছক দুষ্কৃতীদের, লোহার খাঁচায় ছটফট করছিল জ্যান্ত টোপ! প্ল্যান ভেস্তে দিল বন দফতর
সেই আগ্রহ ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। ১১ ও ১২ জানুয়ারি দুই দিনব্যাপী প্রতিযোগিতার নিলাম পর্ব থেকে দারুণ আগ্রহ দেখা দিয়েছে। এই খেলায় ৬৪ দল অংশগ্রহণ করবে। উদ্যোক্তাদের কথায় বর্তমান সময়ে অন্যান্য খেলার সঙ্গে হারিয়ে যেতে বসেছে ক্যারাম খেলার চর্চা। সেই দিক থেকে নবীন প্রবীণ সমস্ত বয়সের মানুষকে ক্যারাম খেলার প্রতি আগ্রহ বাড়াতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত দিনে টেনিস ক্রিকেট ও ফুটবলে উদ্যোগ নেওয়া হয়েছে যুবদের উৎসাহিত করতে। এবার সেই উদ্যোগ নেওয়া হল ক্যারম প্রতিযোগিতায়। খেলার আগে অকশন অর্থাৎ নিলাম পর্ব থেকেই উৎসাহ জেলা ও জেলার বাইরের প্রতিযোগীদের। প্রতি দলে দুইজন করে খেলোয়াড় থাকবে। দুই দিন ধরে চলবে খেলা, চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি যুব দিবসের দিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Haora (Howrah),Haora,West Bengal
First Published :
Jan 03, 2026 6:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ক্যারাম খেললেই মিলবে ঝকঝকে বাইক, কুইন পকেট করলেই বাজিমাত! পুরস্কারের লম্বা লিস্ট, দেখুন








