সুস্মিতাতেই শেষ নয়, এবার বর্ষা! ভাড়া বাড়িতে বাস, দেশকে যা দিল এই মেয়ে, দেখলে আপনিও স্যালুট জানাবেন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
এবার আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করল উদয়নারায়নপুরের মেয়ে বর্ষা বেরা। সুস্মিতার পর আবারও আন্তর্জাতিক স্তরে অভাবনীয় সাফল্য হাওড়ার মেয়ের।
হাওড়া: এবার আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করল উদয়নারায়নপুরের মেয়ে বর্ষা বেরা। সুস্মিতার পর আবারও আন্তর্জাতিক স্তরে অভাবনীয় সাফল্য হাওড়ার মেয়ের। থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হয়ে ‘চ্যাম্পিয়ানস অফ চ্যাম্পিয়ানস’ খেতাব জয় করল হাওড়ার উদয়নারায়নপুরের ১৬ বছরের কৃতী মেয়ে বর্ষা বেরা। তিনি যোগাসনে স্বর্ণপদক জিতেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। বর্ষার এই সাফল্যে তার পরিবার এবং এলাকার মানুষ খুবই আনন্দিত।
বর্ষার এই সাফল্য হাওড়া সহ রাজ্যের প্রত্যন্ত গ্রামের সাধারণ পরিবার থেকে উঠে আসা মেয়েদের কাছে এক অনুপ্রেরণা, যার সাফল্যে আজ জ্বলজ্বল করছে গোটা দেশের নাম। মাত্র তিন বছর বয়স থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে বর্ষা। প্রথম দিকে ট্রেডিশনাল যোগা প্রশিক্ষণ এবং তার কয়েক বছর পর আটিস্টিক যোগা প্রশিক্ষণ নেয়। বর্ষার বাবা নিতাই বেরা একজন স্বর্ণ কারিগর। ভাড়া বাড়িতে থেকে মেয়ের যোগাভ্যাস শুরু বলে জানান বর্ষার বাবা। প্রশিক্ষক এবং মেয়ের অদম্য ইচ্ছাশক্তি আজ তাকে এই জায়গায় নিয়ে গেছে বলে জানান বর্ষার বাবা নিতাই বেরা।
advertisement
আরও পড়ুন: সরকারের এক পদক্ষেপ, ফিরছে ‘সেই চাঙ্গা সময়’! আয়ুর্বেদ, ন্যায়, জ্যোতিষ…নিয়ে আর ভাবতে হবে না বাংলায়
advertisement
মেয়ের এই সাফল্যে স্বভাবতই খুশি হাওড়ার বর্ষার মা পূজা বেরা জানান, অনেক কষ্ট করে তার মেয়ে আজ এই স্তরে পৌঁছেছে। আগামী দিনে সে আরও সফলতার শীর্ষে যাক এটাই তাঁদের প্রার্থনা। বর্ষা বেরা জানান, শৈশব থেকেই জোগাড় প্রতি আলাদা ভাল লাগা ছিল। তবে এই সাফল্যের পেছনে প্রশিক্ষক এবং বাবা-মায়ের অবদান রয়েছে প্রচুর। ভবিষ্যতে আরও পুরস্কার জিতে দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করতে চায় বর্ষা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশিক্ষক সুবল দেঁড়ে জানান, বর্ষার মধ্যে রয়েছে জেদ। যার কারণেই একের পর এক সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে বর্ষা। এর আগে নেপালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন আয়োজিত সাউথ এশিয়া প্যাসিফিক কনটেস্ট এ সমস্ত দেশকে পিছনে ফেলে স্বর্ণ পদক জয় করে দেশের নাম উজ্জ্বল করেছে বর্ষা। এবার থাইল্যান্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হয়ে ‘চ্যাম্পিয়ানস অফ চ্যাম্পিয়ানস’ খেতাব জয়ের পর আগামী দিনে আরও আন্তর্জাতিক খেতাব জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে যায় ১৬ বছরের লড়াকু মেয়ে বর্ষা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 02, 2025 7:33 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুস্মিতাতেই শেষ নয়, এবার বর্ষা! ভাড়া বাড়িতে বাস, দেশকে যা দিল এই মেয়ে, দেখলে আপনিও স্যালুট জানাবেন