Howrah News: শহরে হেল্প কিয়স্ক, সাইবার প্রতারণায় বিরাট উদ্যোগ হাওড়া সিটি পুলিশের
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Howrah News: সাইবার প্রতারণা রুখতে হাওড়া সিটি পুলিশের উদ্যোগে সাইবার হেল্প জিও এবং তিনটি ফোন নাম্বার চালু করা হল, এর মাধ্যমে আরও দ্রুত পুলিশ অভিযান চালাতে পারবে প্রতারকদের বিরুদ্ধে।
হাওড়া: হাওড়া শহরে সাইবার হেল্প কিয়স্ক! এবার আরও সহজে সাইবার প্রতারণায় পুলিশি সহায়তা পাবে জেলার মানুষ। বর্তমান সময়ে সাইবার ক্রাইম এর মত ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। ফোন কল বা স্যোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষকে প্রতারিত করার কৌশল অবলম্বন করছে প্রতারক দল। এবার সেই দিকে গুরুত্ব রেখে সাইবার প্রতারণার মোকাবিলায় হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফিসের সামনে বসান হল ‘ সাইবার হেল্প কিয়স্ক ‘। যেখানে অভিযোগ জানা মাত্রই দ্রুত পুলিশ পদক্ষেপ নিতে পারবে। এ বিষয়ে মানুষকে আরও দ্রুত পরিষেবা প্রদানে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে তিনটি ফোন নাম্বার ৯১৪৭৮৯০৪৮২, ৯১৪৭৮৯০৪৮৩, ৯১৪৭৮৯০৪৮৪ চালু করা হয়েছে।
যার মাধ্যমে আরও দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানানোর সুযোগ পাবে মানুষ।কখনও সোশ্যাল মাধ্যমে জাল অ্যাকাউন্ট বানিয়ে বন্ধু সেজে প্রতারণার ছক কষছে, আবার কখনও ফোনের ওপার থেকে বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে ভয় দেখিয়ে বা ব্যাঙ্কিং বিষয়ে ধরে ভুল বুঝিয়ে মানুষের থেকে তথ্য ওটিপি হাতিয়ে টাকা পয়সা লুট করছে প্রতারকরা। মূলত এই ধরনের ঘটনায় যত দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানানো যাবে। তত দ্রুত উদ্ধার এবং খোওয়া যাওয়া টাকার পরিমাণ বেশি উদ্ধার হয় সম্ভব। ফলে এই কিয়স্ক পরিষেবার মাধ্যমে তদন্ত করা আর সহজ হবে।
advertisement
advertisement
গত প্রায় একমাস আগে হাওড়া শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলিতে মহিলাদের নিরাপত্তার গুরুত্ব রেখে ‘ পিঙ্ক বুথ ‘ চালু হয়। মূলত মহিলাদের যে কোনও সহযোগিতার জন্য কাজ করছে পিঙ্ক বুথ। অনেক ক্ষেত্রেই বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানায় অনেকটা সময় সাপেক্ষ হয়ে পড়ে। ফলে পিঙ্ক বুথের মাধ্যমে শহরেই মহিলারা আরও বেশি সুরক্ষিত। এবার সাইবার হেল্প কেয়ার একইভাবে জেলার মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে দ্রুত মুক্ত করবে।
advertisement
এ প্রসঙ্গে হাওড়া নগরপাল প্রবীণকুমার ত্রিপাঠি জানান, সাইবার প্রতারণা সুরক্ষায় হাওড়া শহর আরও একধাপ এগিয়ে। যাতে প্রতারিত ব্যক্তি দ্রুত পুলিশের কাছে অভিযোগ জানাতে পারে। সেই বিষয়ে সাইবার হেল্প ইয়োরড এবং তিনটি ফোন নম্বর চালু করা হল হাওড়া জেলার মানুষের সুরক্ষা স্বার্থে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শহরে হেল্প কিয়স্ক, সাইবার প্রতারণায় বিরাট উদ্যোগ হাওড়া সিটি পুলিশের






