বৌভাতের দিন সিভিক পুলিশ কর্মীর রিপোর্ট করোনা পজিটিভ, সেরে উঠতে কোভিড হাসপাতালেই হল বিয়ে

Last Updated:

দাম্পত্য জীবনের প্রথম দিনই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল করোনা ৷ আবার সেই দাম্পত্য জীবনকে এক সূত্রে বেঁধে দিল কোভিড হাসপাতালের চিকিৎসক, নার্সরা ৷

#হাওড়া: দাম্পত্য জীবনের প্রথম দিনই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল করোনা ৷ আবার সেই দাম্পত্য জীবনকে এক সূত্রে বেঁধে দিল কোভিড হাসপাতালের চিকিৎসক, নার্সরা | খুশি নব দম্পতিও | মঙ্গলবার দুপুরে হাওড়ার ফুলেশ্বরের কোভিড হাসপাতাল হয়ে উঠেছিল বিয়ে বাড়ির আসর ৷ সাউন্ড বক্স না থাকলেও ছিল চিকিৎসক নার্স ও হাসপাতাল কর্মীদের গলায় গানের তাল ৷ পাত্র করোনা আক্রান্ত হাওড়া সিটি পুলিশের সিভিক পুলিশ কর্মী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় | পাত্রী কালনার পিয়ালি |
ঘটনার সূত্রপাত জুন মাসের ৩ তারিখ | পুলিশ কর্মীদের নিয়ম মতো করোনা পরীক্ষা হয়েছিল ২৯ মে-তে | সেদিন অন্য পুলিশ কর্মীদের সঙ্গে করোনা পরীক্ষা হয় সুপ্রিয়র-ও, এদিকে আগে থেকে ঠিক করে রাখা ছিল বিয়ের দিনক্ষণ | সেই অনুযায়ী, জুন মাসের ২ তারিখ সব রকম কোভিড নির্দেশিকা মেনেই বিয়ে সম্পন্ন হয় | নিয়ম মেনেই পরের দিন অর্থাৎ ৩ জুন নব বধূকে নিয়ে বাড়ি পৌঁছন হাওড়ার  দাসনগরের কোনার বাসিন্দা সুপ্রিয় | পরের দিন ঘরোয়া ভাবে বউভাতের অনুষ্ঠান তারই তোড়জোড় চলছিল, সবাই তখন ব্যস্ত নব বধূকে নিয়ে | এই পর্যন্ত সবই ঠিক ছিল | বাড়ি ফিরতেই মুহুর্মুহু শুভেচ্ছা ফোন আসতে থাকে সুপ্রিয়র মোবাইলে ৷ ঠিক তারই মধ্যে রাত  দশটা নাগাদ হঠাৎই একটি ফোন সব কিছু ওলোট পালট করে দিল গোটা পরিবারকে |
advertisement
ফোনের অপর প্রান্ত থেকে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিক জানান ,সুপ্রিয়র করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁকে যেতে হবে হাসপাতালে | বাড়িতে তৈরি হতে বলা হয় তাকে, কথা মতোই বাড়িতে স্বাস্থ্য দফতর থেকে অ্যাম্বুলেন্স এসে সুপ্রিয়কে নিয়ে যায় হাসপাতালে | সঙ্গে পরিবার ও নব বধূকেও বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় | তারপর থেকে কেটে যায় ১৪ টা দিন, সুস্থ হয়ে ওঠে সুপ্রিয় | সুপ্রিয়র মুখে তার বেদনাদায়ক দাম্পত্য জীবনের শুরুর কথা শুনে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ও হাসপাতালের চেয়ারম্যান ঠিক করেন ,সুপ্রিয় সুস্থ হলে হাসপাতালেই আবার সুপ্রিয় ও পিয়ালির চার হাত এক করা হবে ৷ সেই মতোই সুপ্রিয় সুস্থ হতেই হাসপাতালে ডেকে পাঠানো হয় সুপ্রিয়র স্ত্রী ও পরিবারকে ৷
advertisement
advertisement
মঙ্গলবার নব বধূ হাসপাতালে ঢুকতেই তাঁদের সাজিয়ে তোলার তোড়জোড় শুরু করেন মহিলা চিকিৎসক ও হাসপাতাল কর্মীরা | মালা পরানোর সঙ্গে করোনা রুখতে গ্লভস, মাস্ক, সার্জিকাল ক্যাপ ও ফেসশিল্ড সবই পরানো হয়  তাঁদের৷ হাসপাতাল থেকে ছাড়া পাওয়া করোনা রোগী সুপ্রিয়কেও সাজিয়ে তলা হয় বরের সাজে, পাঞ্জাবি, মালা থাকলেও টোপরের বদলে ছিল ফেসশিল্ড ৷
advertisement
Debasish Chakraborty
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৌভাতের দিন সিভিক পুলিশ কর্মীর রিপোর্ট করোনা পজিটিভ, সেরে উঠতে কোভিড হাসপাতালেই হল বিয়ে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement