Howrah Botanical Garden: দূর হল ঘুরতে আসা মায়েদের বড় চিন্তা! এবার বিশেষ সুবিধা মিলবে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে এবার মায়েরা পাবেন বিশেষ সুবিধা
হাওড়া: হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে ‘শিশু পোষণ কেন্দ্র’! প্রকৃতি সংরক্ষণে উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ করা প্রয়োজন। ভারতের বিভিন্ন অংশে উদ্ভিদ পশু-পাখি এবং প্রকৃতি রক্ষায় গুরুত্ব দিয়ে দেশে অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান গড়ে তোলা হয়েছে। দেশের বিভিন্ন উদ্ভিদ উদ্যানে উদ্ভিদ ও ফুলের বৈচিত্র্য সংরক্ষিত রয়েছে। এর মধ্যে অন্যতম হল কলকাতা শহর থেকে সামান্য দূরত্বে হুগলি নদীর পশ্চিম পাড়ে হাওড়ার শিবপুরে অবস্থিত ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন অর্থাৎ ভারতীয় আচার্য জগদীশচন্দ্র বোস উদ্যান। দেশি-বিদেশী বিভিন্ন গাছ সংরক্ষিত এই স্থান। উদ্ভিদ গবেষণা এবং পরিবেশ পাঠের আদর্শ এই স্থান। এর পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যময় পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এখানে, শীত গ্রীষ্ম বর্ষা ১২ মাস সমস্ত বয়সের মানুষের ভিড় জমে এই উদ্যানে। এবার মা ও শিশু পর্যটকদের কথা মাথায় রেখে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে ‘শিশু পোষণ কেন্দ্র’ তৈরি করা হয়েছে।
দিনে দিনে উদ্যানে আরও পর্যটক উপস্থিতি বাড়ছে। গত কয়েক বছরে বোটানিক্যাল গার্ডেনকে আরও সমৃদ্ধ করা হয়েছে। হাওড়ার বোটানিক্যাল গার্ডেন মানে বিখ্যাত বটগাছ, কিংস লেক, বিশাল পাতার পদ্ম, দেশি-বিদেশী নানা গাছ ও বিভিন্ন ফুল তো ছিলই। এর পাশাপাশি পর্যটক আকর্ষণ বাড়াতে পুনরায় বোটিং পরিষেবা চালু করা হয়েছে। তৈরি করা হয়েছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট, গোলাপ বাগান, চা বাগিচা তৈরি করে পুরনো ইতিহাস পুনরুদ্ধারের চেষ্টা, দূষণ নিয়ন্ত্রণ করতে উদ্যানের মধ্যে ক্যাফেটেরিয়া।
advertisement
advertisement
সম্প্রতি গাছ বিক্রি কাউন্টার শুরু হয়েছে বোটানিক্যাল গার্ডেনে। সব মিলিয়ে পর্যটক আকর্ষণ দারুণভাবে বাড়ছে। পর্যটকদের মধ্যে যদি মা ও শিশু কোনভাবে সমস্যায় না পড়ে। সেই দিক গুরুত্ব রেখে উদ্যানের দু’টি স্থানে তৈরি করা হয়েছে। শিশু পোষণ কেন্দ্র অর্থাৎ বেবি ফিডিং জোন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটি শিশু পোষণ কেন্দ্র তৈরি করা হয়েছে বিখ্যাত বটগাছের কাছেই। অন্যটি ক্যাফেটেরিয়ার পাশে। বেবি ফিডিং জোনগুলিতে পরিষ্কার পরিচ্ছন্ন কংক্রিটের রুম, পাখার নিচে বসার জায়গা, এর মধ্যেই রয়েছে টয়লেটে বাথরুম। এ প্রসঙ্গে উদ্যান জয়েন্ট ডাইরেক্টর দেবেন্দ্র সিং জানান, যাতে মা ও শিশু এই রুমটি সহজে ব্যবহার করতে পারে, নিরাপত্তা ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 02, 2025 2:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Botanical Garden: দূর হল ঘুরতে আসা মায়েদের বড় চিন্তা! এবার বিশেষ সুবিধা মিলবে হাওড়ার বোটানিক্যাল গার্ডেনে