Howrah Bardhaman Train: এখনই দুর্ভোগের শেষ নয়, বর্ধমান হাওড়া শাখায় বহু লোকাল বন্ধ থাকবে অনেকদিন! কবে পর্যন্ত, জানুন

Last Updated:

Howrah Bardhaman Train: এবার ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন।বাতিল হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারিতেও। 

ট্রেন বন্ধে যাত্রী দুর্ভোগ
ট্রেন বন্ধে যাত্রী দুর্ভোগ
বর্ধমান: বৃহস্পতিবারই দুর্ভোগের শেষ নয়। আরো বেশ কিছুদিন অনেক ট্রেন বন্ধ থাকায় বর্ধমান হাওড়া কর্ড ও মেইন লাইনে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বেশ কয়েকটি লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। বর্ধমান রেলস্টেশন সংলগ্ন ওভারব্রিজ ভাঙার কাজ চলছে। তার জন্য বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বর্ধমান হাওড়া কর্ড মেন শাখায় সব লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। এবার ১০ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল হতে চলেছে একগুচ্ছ লোকাল ট্রেন।বাতিল হচ্ছে আগামী ২১ ফেব্রুয়ারিতেও।
১০ থেকে ১৩ ও ২১ ফেব্রুয়ারি বর্ধমান-হাওড়া কর্ড লাইনে বাতিল থাকছে ছটি ডাউন লোকাল। বর্ধমান হাওড়া ডাউন 36812, 36816, 36836, 36840, 36850, 36012 লোকাল বাতিল থাকছে। মেন লাইনে বাতিল থাকছে পাঁচটি ডাউন লোকাল। ডাউন 37812, 37782, 37834, 37838, 37842 লোকাল বাতিল থাকছে।
advertisement
advertisement
হাওড়া-বর্ধমান কর্ড শাখায় বাতিল থাকছে ছটি আপ লোকাল বাতিল থাকছে। বাতিল থাকছে আপ 36811, 36813, 36825, 36829, 36851, 36011লোকাল। মেন লাইনে বাতিল থাকছে পাঁচটি আপ লোকাল। আপ  37813, 37817, 37781, 37827, 37837 লোকাল বাতিল থাকছে। একইসঙ্গে শুধুমাত্র ১০ তারিখ বর্ধমান থেকে বাতিল থাকছে 35011 কাটোয়াগামী লোকাল। কাটোয়া থেকে বাতিল থাকছে 35012 বর্ধমানগামী লোকাল।
advertisement
অন্যদিকে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধমান-হাওড়া কর্ড লাইনে বাতিল থাকছে দশটি ডাউন লোকাল। ডাউন 36812, 36816, 36834, 36836, 36838, 36840, 36844, 36848, 36850, 36012 লোকাল বাতিল থাকছে। মেন লাইনেও বাতিল থাকছে দশটি ডাউন লোকাল। ডাউন 37812, 37818, 37782, 37834, 37838, 37840, 37842, 37848, 37854, 37784 লোকাল বাতিল থাকছে। ওই সময়ে হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বাতিল থাকছে দশটি আপ লোকাল। আপ 36811, 36813, 36825, 36829, 36833, 36837, 36847, 36851, 36855, 36011 লোকাল বাতিল থাকছে। মেন লাইনে বাতিল থাকছে নটি আপ লোকাল। আপ 37813, 37817, 37825, 37827, 37829, 37831, 37837, 37841, 37853 লোকাল বাতিল থাকছে। তবে যাত্রীদের সুবিধার জন্য, মেইন লাইনে হাওড়া এবং শক্তিগড়ের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল এবং হাওড়া ও মসাগ্রামের মধ্যে ৪ জোড়া স্পেশাল লোকাল চলবে ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah Bardhaman Train: এখনই দুর্ভোগের শেষ নয়, বর্ধমান হাওড়া শাখায় বহু লোকাল বন্ধ থাকবে অনেকদিন! কবে পর্যন্ত, জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement