Kolkata News: গভীর রাতে ইকো পার্কের কাছে ৪ জনের ঘোরাঘুরি, পুলিশ ধরতেই জানা গেল, ঘটত বড় অঘটন!

Last Updated:

Kolkata News: পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে, নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছে।

ইকো পার্কে ওরা কারা? (প্রতীকী চিত্র)
ইকো পার্কে ওরা কারা? (প্রতীকী চিত্র)
কলকাতা: ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিশ। নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছ থেকে গ্রেফতার চার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে, নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছে। ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে সকলে পালাতে শুরু করে। তাড়া করে চারজনকে ধরে ফেলে পুলিশ।
advertisement
advertisement
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা নিউটাউন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপরই চারজনকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম। ধৃতদের বাড়ি নিউটাউন ও রাজারহাট এলাকায়। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata News: গভীর রাতে ইকো পার্কের কাছে ৪ জনের ঘোরাঘুরি, পুলিশ ধরতেই জানা গেল, ঘটত বড় অঘটন!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement