Kolkata News: গভীর রাতে ইকো পার্কের কাছে ৪ জনের ঘোরাঘুরি, পুলিশ ধরতেই জানা গেল, ঘটত বড় অঘটন!
- Published by:Suman Biswas
Last Updated:
Kolkata News: পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে, নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছে।
কলকাতা: ডাকাতির ছক বানচাল করল ইকোপার্ক থানার পুলিশ। নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছ থেকে গ্রেফতার চার। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম। ধৃতদের আজ বারাসাত আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ইকোপার্ক থানার পুলিশের কাছে খবর আসে, নিউটাউন সিটি সেন্টার পেট্রল পাম্পের কাছে বেশ কয়েকজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছে। ইকোপার্ক থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখে সকলে পালাতে শুরু করে। তাড়া করে চারজনকে ধরে ফেলে পুলিশ।
advertisement
advertisement
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, তারা নিউটাউন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এরপরই চারজনকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতি করার একাধিক সরঞ্জাম। ধৃতদের বাড়ি নিউটাউন ও রাজারহাট এলাকায়। আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 09, 2023 11:47 AM IST