Free Tree Saplings: এক টাকাও লাগবে না, পুরো ফ্রিতে গাছ দিচ্ছে এই নার্সারি...! শর্ত কেবল একটাই
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Free Tree Saplings: নার্সারি মানেই চারা গাছ বিক্রি কেন্দ্র, তবে এমন নার্সারি যেখানে টাকার বিনিময়ে গাছ বিক্রির পাশাপাশি বিনামূল্যেও গাছ মেলে।
হাওড়া: প্রকৃতির রক্ষায় বৃক্ষরোপণ করলে এই নার্সারি থেকে মিলবে বিনামূল্যে চারা গাছ! নার্সারি মানেই চারা গাছ বিক্রি কেন্দ্র, তবে এমন নার্সারি যেখানে টাকার বিনিময়ে গাছ বিক্রির পাশাপাশি বিনামূল্যেও গাছ মেলে। হাওড়ার এই নার্সারি এখন প্রকৃতি প্রেমী মানুষের জন্য সেরা ঠিকানা। বর্ষার মরশুম মানেই গাছ লাগানোর প্রকৃত সময়। বর্ষার সময় পরিবেশ রক্ষার গাছ লাগানোর কর্মসূচি হয় জেলা জুড়ে। সেই কর্মসূচি আরও ত্বরান্বিত করতে বাগনানের আর ডি নার্সারি নিয়েছে চারা গাছ প্রদানে বিশেষ উদ্যোগ।
একজন মানুষের কর্তব্য ও দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা। সেই দিককে গুরুত্ব দিয়ে, অর্থ উপার্জনের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষার দায়িত্ব থেকেই বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করেন বহু মানুষ। যদিও সেই সংখ্যাটা প্রয়োজনের তুলনায় অনেকটা কম। সরকারি ও বেসরকারিভাবে স্বেচ্ছাসেবী সংগঠন দ্বারা প্রচার অভিযান সর্তকতা সচেতনতা চলছে। যাতে আরও বেশি করে গাছ লাগানোর প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পায়। সেইদিককে গুরুত্ব দিয়ে হাওড়া বাগনান ব্লকের আর ডি নার্সারীর বিষয় উদ্যোগ।
advertisement
advertisement
যে কোনও স্বেচ্ছাসেবী সংগঠন প্রকৃতি রক্ষায় ব্রতী হয়ে বৃক্ষরোপণে অঙ্গীকারবদ্ধ হলেই মিলবে বিনামূল্যে চারাগাছ। প্রকৃতিকে ভালবেসে চারা গাছ লাগানোর উদ্যোগীদের হাতে চারা গাছ তুলে দেওয়ার পরিকল্পনা করেন নার্সারি মালিক দিবস খাঁড়া।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ পাঠাতে কিছুদিন আগে এই নার্সারি থেকে বিনামূল্যে প্রায় ২ হাজার নারকেল গাছের চারা প্রদান করা হয়। এ প্রসঙ্গে নার্সারি মালিক দিবস খাঁড়া জানান, শুধু গাছ লাগানো নয়, গাছ লাগিয়ে প্রকৃত যত্ন নিয়ে বড় করার উদ্যোগ নিতে হবে। মূল লক্ষ্য হল মানুষকে গাছের প্রতি যত্ন ও দায়িত্ববান গড়ে তোলা।
advertisement
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 17, 2025 8:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Free Tree Saplings: এক টাকাও লাগবে না, পুরো ফ্রিতে গাছ দিচ্ছে এই নার্সারি...! শর্ত কেবল একটাই