উৎসবের মরশুমে উচ্চস্বরে বাজছে বক্স! প্রতিবাদ করতেই আইনজীবীকে হাসপাতাল পাঠালেন যুবকরা, ভয়ঙ্কর কাণ্ড হাওড়ায়

Last Updated:

বাড়ি ও অফিসের সামনে উচ্চস্বরে বক্স  বাজছে, প্রতিবাদ করায় কিল চর থাপ্পর আইনজীবীকে। রীতিমতো কয়েকজন মিলে ঐ আইনজীবীকে মারতে মারতে চেম্বারে প্রবেশ,  সেই দৃশ্য ক্যামেরা বন্দি। 

উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় জুটল চর থাপ্পর কিল লাথি
উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় জুটল চর থাপ্পর কিল লাথি
হাওড়া, রাকেশ মাইতি: উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করায় আক্রান্ত ব্যক্তি!  হাওড়ার লিলুয়াতে ঘটনাটি ঘটে। বাড়ি ও অফিসের সামনে উচ্চস্বরে বক্স  বাজছে, প্রতিবাদ করায় কিল চর থাপ্পর আইনজীবীকে। রীতিমতো কয়েকজন মিলে ঐ আইনজীবীকে মারতে মারতে চেম্বারে প্রবেশ,  সেই দৃশ্য ক্যামেরা বন্দি।
ছট পুজো উপলক্ষে উচ্চস্বরে বক্স  বাজানো, তার প্রতিবাদ করতেই   মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে রাজেশ আগরওয়াল নামে ওই আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভিতে।
advertisement
advertisement
এই ঘটনায় হাওড়ার লিলুয়া থানায় অভিযোগ দায়ের। রাজেশ আগরওয়াল কলকাতা হাইকোর্টের পাশাপাশি হাওড়া কোর্টেও প্র্যাকটিস করেন। জানা যায়, ছটপুজো উপলক্ষে সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা উচ্চস্বরে বক্স বাজান। তারই প্রতিবাদ করতে গেলে সমস্যা তৈরি হয়। স্থানীয় কয়েকজন চড়াও হয়ে মারধর শুরু করেন, মারধরের সেই ছবি ক্যামেরাবন্দি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এলাকায় উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদ জানিয়ে ওই ব্যক্তি লিলুয়া থানায় অভিযোগ করলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বক্স বন্ধ করে। বক্স বন্ধ হওয়ার ক্ষোভে পরবর্তী সময় কয়েকজন যুবক তার অফিসের মধ্যে ঢুকে কিল চড় ঘুষি লাথি এবং জুতো দিয়ে মারধোর করে বলে অভিযোগ। বেশ কয়েকজন মিলে মারধর করায় আইনজীবী অসুস্থ হয়ে পড়েন। তাকে টি এল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লিখিতভাবে অভিযোগ দায়ের করে লিলুয়া থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয়, উচ্চস্বরে বক্স বাজানোর প্রতিবাদ করে যেভাবে হাসপাতালে যেতে হল আইনজীবীকে, এর পাল্টা কী পদক্ষেপ নেয় পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উৎসবের মরশুমে উচ্চস্বরে বাজছে বক্স! প্রতিবাদ করতেই আইনজীবীকে হাসপাতাল পাঠালেন যুবকরা, ভয়ঙ্কর কাণ্ড হাওড়ায়
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement