West Bardhaman News : কমেছে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা, আক্রমণ বাড়ছে পোকার! কিভাবে যত্ন নেবেন এই সময়?
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
এই সময় ধানে দুই থেকে তিন রকম পোকার আক্রমণ দেখা যাচ্ছে সব থেকে বেশি। এছাড়াও টানা বৃষ্টিপাতের ফলে বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি কৃষি জমির ব্যাপক ক্ষতি করেছে।
কাঁকসা, পশ্চিম বর্ধমান : চলতি বছরের শুরু থেকেই ক্ষতির মুখে পড়েছে ধান চাষ। অনাবৃষ্টির কারণে কৃষিকাজ শুরু হতে দেরি হয়েছে। আবার অতিবৃষ্টির কারণে বপন করা ধান বীজ নষ্ট হয়েছে মাঠেই। নতুন করে চাষ শুরু করতে হয়েছে কৃষকদের। তারপর টানা বৃষ্টিপাতের ফলে বাংলা জুড়ে বন্যা পরিস্থিতি কৃষি জমির ব্যাপক ক্ষতি করেছে।
আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই শুরু হবে ফসল কাটার কাজ। কিন্তু শেষ পর্যায়ে এসে কিভাবে ধান জমির যত্ন নেওয়া উচিত? জানিয়েছেন এক বিশেষজ্ঞ কৃষক। তিনি বলছেন, চলতি বছরে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে গিয়েছে। ফলে খুব সহজেই নানা ধরনের পোকার আক্রমণ বাড়ছে। ধানের নানারকম রোগ দেখা দিচ্ছে। তাই এই এক-দেড় মাস সাবধানী হতে হবে কৃষকদের।
advertisement
advertisement
চলতি বছরে প্রায় ৫০ থেকে ৫৫ বিঘা জমিতে ধান চাষ করেছেন কৃষক শেখ স্বপন। এই বিশেষজ্ঞ কৃষক বলছেন, পোকার আক্রমণ থেকে জমি রক্ষা করতে না পারলে ফসল ঘরে তোলা যাবে না। এই সময় ধানে দুই থেকে তিন রকম পোকার আক্রমণ দেখা যাচ্ছে সব থেকে বেশি। তাই সেগুলিকে রোধ করতে হবে। তার জন্য প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করতে হবে। প্রয়োজনে স্থানীয় কৃষি দফতরে গিয়ে অভিজ্ঞদের সাহায্য নিতে হবে।
advertisement
প্রসঙ্গত কৃষকরা চলতি বছরে খুব বেশি ফলনের আশাও রাখছেন না। যেহেতু অসময়ে কৃষিকাজ শুরু হয়েছে, তাই ফলন কম হওয়ার আশঙ্কা করছেন তারা। পাশাপাশি চাষ করতে সার্বিকভাবে খরচও বৃদ্ধি হয়েছে। এমন সময় ধান জমির যত্ন নিলে কিছুটা ফসল ঘরের তোলা যাবে। কিছুটা ক্ষতিস সাধন করা যাবে। অন্যদিকে ফসল ঘরে তুলতে দেরি হলে পরবর্তী চাষ শুরু করতে দেরি হতে পারে। তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2024 3:49 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : কমেছে ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা, আক্রমণ বাড়ছে পোকার! কিভাবে যত্ন নেবেন এই সময়?









