সমাজের ভবিষ্যৎ! এবার পরিবেশ রক্ষার 'সূত্র' আবিষ্কার করবে ছাত্র-ছাত্রীরা! রাজ্যে অভিনব উদ্যোগ

Last Updated:

বর্তমান সময়ে মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন, আগামীদিনে সেই সমস্ত সমস্যা আরও জটিল ও ভয়ঙ্কর হতে পারে। তাই সেসব সমস্যা সমাধানের সূত্র তৈরি করবে ছাত্র-ছাত্রীরা।

+
পরিবেশ

পরিবেশ রক্ষায় ছাত্র-ছাত্রীদের হাতেকলমে প্রশিক্ষণ

হাওড়া, রাকেশ মাইতি: পরিবেশ সংরক্ষণের জন্য বিদ্যালয়ের শিশুদের নিয়ে হাওড়ায় বিভিন্ন ধরনের শিক্ষামূলক ও বাস্তবধর্মী কর্মসূচি নেওয়া হচ্ছে। বর্তমান সময়ে মানুষ যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন, আগামীদিনে সেই সমস্ত সমস্যা আরও জটিল ও ভয়ঙ্কর হতে পারে। তাই সেসব সমস্যা সমাধানের সূত্র তৈরি করবে ছাত্র-ছাত্রীরা। এরই অঙ্গ হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন বিদ্যালয়কে একত্রিত করে হাতে-কলমে ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হল। মূলত সমস্যা সমাধানের সূত্র তৈরি করার মূল উদ্দেশ্য নিয়ে বিভিন্ন স্কুলকে নিয়ে এই বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে।
পরিবেশ রক্ষার তাগিদে স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে সারা দেশ জুড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দফায় দফায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এই বিষয়ে অবগত করতে বিশেষ উদ্যোগ। পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াকরণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। জৈব বর্জ্য থেকে সার তৈরি করা, নিষ্পত্তি যোগ্য বর্জ্য ব্যবস্থাপনার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা- এই সব বিষয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবগত করা হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ লাগাতার বৃষ্টি! জলের তলায় কয়েক বিঘা জমি, বিরাট সিদ্ধান্ত পাট চাষিদের
পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, বনভূমি সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, বৃষ্টির জল সংরক্ষণ ইত্যাদি নানা বিষয়ে শিশুদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গনে বা কাছাকাছি কোনও স্থানে বৃক্ষরোপণ করে শিশুদের মধ্যে গাছের প্রতি ভালবাসা ও যত্ন নেওয়ার আগ্রহ তৈরি করা হচ্ছে।
advertisement
advertisement
সারা দেশ জুড়ে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সারা দেশের রাজ্যস্তরে সহযোগী সংগঠনগুলি কাজ করছে। পশ্চিমবঙ্গে ‘সেন্টার ফর এনভারমেন্টাল এডুকেশন’ (সিইই)-এর আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সিইই আরও পুঙ্খানুপুঙ্খভাবে এই কর্মসূচি করতে বিদ্যালয় এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিচ্ছে। হাওড়ায় কাজ করছে ‘পরিবেশ উন্নয়ন পরিষদ’ ( পিউপা)।
advertisement
বিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। সরকারি-বেসরকারি কয়েকটি স্কুলকে নিয়ে হাওড়ার আন্দুলে ‘ শুভ প্রয়াস’-এর ব্যবস্থাপনায় একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পরিবেশ সুরক্ষার গুরুত্ব প্রচার করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পরিবেশ বিষয়ে অবগত করতে বিভিন্ন পরিবেশ বিষয়ক কর্মশালা এবং সেমিনার আয়োজন করা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ধরনের কর্মসূচির মাধ্যমে শিশুরা পরিবেশের গুরুত্ব অনুধাবন করতে ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। এই বিষয়ে অমলেশ মিশ্র জানান, হাওড়ার বিভিন্ন এলাকার স্কুলগুলিকে একত্রিত করে এই কর্মসূচিতে যুক্ত করা মূল লক্ষ্য। ছাত্র-ছাত্রীদের মাধ্যমে পরিবেশ রক্ষার এই কর্মসূচিতে হাজির ছিলেন সাঁকরাইল ব্লক আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পরিবেশ প্রেমী মানুষজন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সমাজের ভবিষ্যৎ! এবার পরিবেশ রক্ষার 'সূত্র' আবিষ্কার করবে ছাত্র-ছাত্রীরা! রাজ্যে অভিনব উদ্যোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement