Higher Secondary Mathematics Tips: HS-এ অঙ্ক নিয়ে ঘুম উড়ে যাচ্ছে! কী কী করলে পাবেন ছাঁকা নম্বর! সহজ টিপস জানলেই ১০০-য় ১০০

Last Updated:

Higher Secondary Mathematics Tips: অঙ্কে কেমন প্রশ্নপত্র আসতে পারে? কীভাবে তার সমাধান করতে হবে? কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ? কীভাবে উত্তর লিখলে সহজে অতিরিক্ত নম্বর পাওয়া সম্ভব।

+
News18

News18

পশ্চিম মেদিনীপুর: শিয়রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা হলেও উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয় নিয়ে ভয় থাকে পড়ুয়াদের মধ্যে। এবার অঙ্কে কেমন প্রশ্নপত্র আসতে পারে? কীভাবে তার সমাধান করতে হবে? কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ? কীভাবে উত্তর লিখলে সহজে অতিরিক্ত নম্বর পাওয়া সম্ভব, তার বিস্তারিত বর্ণনা দিলেন কেশিয়াড়ি ব্লকের কুলবনী হাই স্কুলের অঙ্কের বিভাগীয় শিক্ষক অমিত রায়।
অঙ্ক পরীক্ষা দেওয়ার আগে শিক্ষকের পরামর্শ, প্রশ্নপত্র ভালোভবে খুঁটিয়ে পড়তে হবে। এরপর নির্দিষ্ট প্রশ্নপত্র অনুযায়ী উত্তর লিখলে অনায়াসে ১০০-য় ১০০ পাওয়া যাবে। মাধ্যমিক দেওয়ার পর ছাত্র-ছাত্রীদের জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক। তবে সেই পরীক্ষায় ভয় না পেয়ে প্রশ্নপত্র দেখে উত্তর লেখার পরামর্শ দিয়েছেন শিক্ষক।
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকে বেশ কয়েকটি চ্যাপ্টার থেকে প্রায় ৩১ নম্বরের প্রশ্ন আসে। তার মধ্যে যেমন ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, এলপিপি, ইন্টিগ্রেশন-সহ একাধিক অধ্যায় রয়েছে। সেক্ষেত্রে এই অধ্যায়গুলো ভাল ভাবে অনুশীলন করলে অনায়াসে প্রায় পঞ্চাশ শতাংশ নম্বর পাওয়া যাবে। শুধু তাই নয় মাত্র পাঁচটি অধ্যায় থেকে পাওয়া যাবে এই নম্বর।
advertisement
advertisement
এছাড়াও ম্যাট্রিক্স কিংবা বেশ কিছু অংকের শর্ট মেথড থাকে। পরীক্ষার খাতায় বেশ কিছু নিয়ম মেনে এবং সচেতনভবে উত্তর লিখলে অঙ্ক পরীক্ষায় ভাল নম্বর পাওয়া যাবে।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Mathematics Tips: HS-এ অঙ্ক নিয়ে ঘুম উড়ে যাচ্ছে! কী কী করলে পাবেন ছাঁকা নম্বর! সহজ টিপস জানলেই ১০০-য় ১০০
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement