Higher Secondary Exam 2025: উচ্চ মাধ্যমিকে শিক্ষা বিজ্ঞানে ছাঁকা নম্বর কী ভাবে উঠবে? সহজ টিপস মানলেই সম্ভব, জানাচ্ছেন শিক্ষক
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Higher Secondary Exam 2025: শিক্ষাবিজ্ঞানে কীভাবে খুব সহজেই পরীক্ষায় ভাল নম্বর পাবেন? বিস্তারিত জেনে নিন।
উত্তর ২৪ পরগনা: উচ্চ মাধ্যমিক ২০২৫ পরীক্ষা পড়ুয়াদের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই অন্যতম বড় পরীক্ষার সম্মুখীন হবেন তাঁরা। শিক্ষাবিজ্ঞানে কীভাবে খুব সহজেই পরীক্ষায় ভাল নম্বর পাবেন, সে বিষয়ে পরামর্শ দিলেন বসিরহাটের বেলের ধন্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের শিক্ষক উত্তম কুণ্ডু।
শিক্ষক জানান, গুছিয়ে লিখতে পারলে, উচ্চমাধ্যমিকের শিক্ষাবিজ্ঞানে প্রত্যেকের দারুণ নম্বর উঠবে। ৮০ নম্বর তো কোনও ব্যাপারই নয়। সম্ভাব্য বড় প্রশ্নের উত্তর সংক্ষেপে লিখে অনুশীলন করুন। পরীক্ষার সময় ধরে মক টেস্ট দিতে হবে। এতে উত্তর লেখার গতি এবং সময় ব্যবস্থাপনা ভাল হবে। এর মধ্যেও আরও যে বিষয়গুলি মাথায় রাখতে হবে সেগুলি হল তালিকা বা পয়েন্ট আকারে লেখা হলে নম্বর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
advertisement
সঠিক পরিকল্পনা এবং স্মার্ট রিভিশনই ভাল নম্বর পাওয়ার মূলমন্ত্র। প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথম ১০-১৫ মিনিট মন দিয়ে প্রশ্নপত্র পড়ে নিতে হবে। দেখে নিতে হবে, কোন কোন প্রশ্নের ক্ষেত্রে বিকল্প রয়েছে। পরীক্ষা শুরুর প্রথম ৪৫ মিনিট বহু বিকল্পভিত্তিক প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের জন্য বরাদ্দ রাখতে হবে। হাতের লেখা সুন্দর না হলেও যেন বোঝা যায় এমনভাবে লিখতে হবে। পাশাপাশি একই দাগ নম্বর একাধিক প্রশ্ন থাকলে সেই সমস্ত প্রশ্নগুলো পয়েন্ট আকারে লিখলে স্কোর তোলার সুবিধা অনেক বেশি।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 01, 2025 6:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Higher Secondary Exam 2025: উচ্চ মাধ্যমিকে শিক্ষা বিজ্ঞানে ছাঁকা নম্বর কী ভাবে উঠবে? সহজ টিপস মানলেই সম্ভব, জানাচ্ছেন শিক্ষক