Housewife attacked in Joynagar: গৃহবধূকে ফাঁকা মাঠে ধর্ষণ, খুনের চেষ্টা! জয়নগরে পুলিশের জালে প্রেমিক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শনিবার রাতে বিয়েবাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। যদিও বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরেননি ওই গৃহবধূ৷
অর্পণ মণ্ডল: দক্ষিণ চব্বিশ পরগণার জয়নগরে এক গৃহবধূকে ধর্ষণ করে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সাবির শেখ। পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্কের টানাপোড়েন থেকেই এই ঘটনা।
শনিবার রাতে বিয়েবাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই মহিলা। যদিও বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও বাড়ি ফেরেননি ওই গৃহবধূ৷ পরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে জয়নগরেরই জাঙ্গালিয়া এলাকার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার করা হয় ওই গৃহবধূকে। মহিলার গোঙানি শুনে স্থানীয় কয়েকজন বাসিন্দা এগিয়ে গিে দেখেন, অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছেন বছর চল্লিশের ওই মহিলা। সেই সময় মহিলার পোশাকও অবিন্যস্ত অবস্থায় ছিল।
advertisement
আরও পড়ুন: সঙ্গমের মাঝেই পুরুষ সঙ্গীর বুকে চেপে বসলেন গৃহবধূ, তার পর…! উত্তর প্রদেশে হাড় হিম করা ঘটনা
advertisement
স্থানীয় বাসিন্দারাই খবর দেয় পুলিশকে। মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জয়নগর থানার পুলিশ। ওই মহিলা পুলিশের কাছে দাবি করেন, সাবির শেখ নামে তাঁর পরিচিত এক যুবক তাঁকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেছে। নির্যাতনের ফলে তাঁর মৃত্যু হয়েছে ভেবে তাঁকে মাঠের ভিতরে ফেলে চলে যায় ওই যুবক৷ তদন্তে নেমে রবিবার রাতেই পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে।
advertisement
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ধৃত যুবকের সঙ্গে মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল৷ সেই সম্পর্কের টানাপোড়েনের জেরেই ওই যুবক গৃহবধূর উপর নির্যাতন করে খুন করার চেষ্টা করে বলে ধারণা পুলিশের৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 2:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Housewife attacked in Joynagar: গৃহবধূকে ফাঁকা মাঠে ধর্ষণ, খুনের চেষ্টা! জয়নগরে পুলিশের জালে প্রেমিক