স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় খুন গৃহবধূ

Representational Image

Representational Image

স্বামীর পরকিয়া প্রেমের প্রতিবাদ করায় খুন হতে হল গৃহবধূকে। রায়দীঘি থানার নন্দকুমারের বাসিন্দা ইন্দ্রাণীর সঙ্গে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় নারায়ণপুরের বাসিন্দা সমীর পাত্রের ৷

  • Last Updated :
  • Share this:

    #রায়দীঘি: স্বামীর পরকিয়া প্রেমের প্রতিবাদ করায় খুন হতে হল গৃহবধূকে। রায়দীঘি থানার নন্দকুমারের বাসিন্দা ইন্দ্রাণীর সঙ্গে প্রায় ৩ বছর আগে বিয়ে হয় নারায়ণপুরের বাসিন্দা সমীর পাত্রের ৷ বিয়ের ৪ -৫ মাস পর থেকে ইন্দ্রাণীর উপর শ্বশুরবাড়ির লোকজনের পণের দাবিতে অত্যাচার শুরু করে বলে অভিযোগ জানিয়েছে মেয়ের মা কল্পনা ভুঁইয়া।

    আরও পড়ুন: ঘরে রাখা চাল, ডাল, আটায় 'ছাতা' আসলে বিষ! হতে পারে ক‍্যানসারও

    এছাড়া ইন্দ্রাণীর বাড়ির কাছে একটি মেয়ের সঙ্গে সমীরের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন সমীর ৷ ইন্দ্রাণী সেটা জানতে পেরে গেলে তার উপর অত্যাচারের মাত্রা বাড়তে থাকে বলে অভিযোগ ৷ মঙ্গলবার ইন্দ্রাণীর ঝুলন্ত দেহ পাওয়া যায়। তার মা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সমীর-সহ ৬ জনের নামে মামলা রুজু করেছে ৷ ইন্দ্রাণীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

    আরও পড়ুন: দেখে নিন সকাল ১১ পর্যন্ত কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে

    First published:

    Tags: Extra Marital Affairs, Housewife Murdered, Murder