দেখে নিন সকাল ১১ পর্যন্ত কলকাতার কোথায় কত বৃষ্টি হয়েছে
Last Updated:
বুধবার সকালেও ভারী বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গায় তীব্র যানজট দেখা দিয়েছে ৷ ধীর গতিতে গাড়ি চলছে মা উড়ালপুলে ৷
#কলকাতা: মঙ্গলবার রাত বাড়তেই বাড়তে থাকে বৃষ্টি ৷ গত কয়েকদিন ধরেই নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভিজছে মহানগর ৷ মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল ৷ শহরের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হয় ৷ তবে রাত থেকেই বৃষ্টি বাড়তে শুরু করে ৷
এর জেরে বিভিন্ন এলাকায় জল জমে যায় ৷ বুধবার সকালেও ভারী বৃষ্টির জেরে শহরের একাধিক জায়গায় তীব্র যানজট দেখা দিয়েছে ৷ ধীর গতিতে গাড়ি চলছে মা উড়ালপুলে ৷ স্ট্র্যান্ড রোড,আমহার্স্ট স্ট্রিটেও গাড়ির গতি ধীর ৷ যার জেরে আজ সকাল থেকেই চরম ভোগান্তির মুখে শহরবাসী ৷ রুবি-চিংড়িঘাটা ইএম বাইপাসেও তীব্র যানজট পার্ক সার্কাস কানেক্টারেও ৷ অফিস টাইমে রাস্তায় বেরিয়ে যান জটে আটকে পড়েছেন নিত্যযাত্রীরা ৷
advertisement
advertisement
দেখে নিনসকাল ১১টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ-
মানিকতলা ৩১ মিমি
বীরপাড়া ৩৬ মিমি
বেলগাছিয়া ২৮ মিমি
ধাপা ৩৫ মিমি
তপসিয়া ৪৩ মিমি
উল্টোডাঙা ৩৮ মিমি
advertisement
পামারব্রিজ ৩৫ মিমি
ঠনঠনিয়া ২৮ মিমি
বালিগঞ্জ ৩৭ মিমি
মোমিনপুর ৩৪ মিমি
চেতলা ৩৫ মিমি
যোধপুর ২৯ মিমি
কালিঘাট ৩৪ মিমি
কামডহরি ২২ মিমি
দত্তবাগান ২৭ মিমি
জিনজিরা বাজার
advertisement
বেহালা ৩৫ মিমি
Location :
First Published :
August 01, 2018 1:25 PM IST