Houses Collapsed: টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভাতারে, ভেঙে পড়ল একাধিক বাড়ি

Last Updated:

Houses Collapsed: বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে। তারই মধ্যে অন্যতম একটি গ্রাম হল ভাতার ব্লকের কুমারুন গ্রাম। এখানেই ভেঙে পড়েছে একাধিক বাড়ি

+
কুমারুন

কুমারুন গ্রাম 

পূর্ব বর্ধমান: একটানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভাতারের কুমারুন গ্রাম। এই প্রবল বৃষ্টির কারণে এবং ক্যানেলের জল বৃদ্ধি পাওয়ায় ভেঙে পড়ল কুমারুন গ্রামে অবস্থিত আস্ত একটি মাটির বাড়ি। সেই বাড়ি এখন জলের তলায়। এমতাবস্থায় বাড়ি হারিয়ে রাস্তাতেই আশ্রয় নিতে হয়েছে কুমারুন গ্রামের বাসিন্দা ববিতা মাঝি এবং তার পরিবারের সদস্যদের। জানা গিয়েছে, বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি তাঁদের গৃহপালিত একাধিক পশুও ভেসে গিয়েছে জলে।
এই বিষয়ে ববিতা মাঝি বলেন, আমরা ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠোনে জল চলে এসেছে। তখন তাড়াতাড়ি করে বাড়ি থেকে ছোট বাচ্চাকে কোলে নিয়ে বেরিয়ে যায়। আর তখনই বাড়িটা আমাদের ভেঙে পড়ে। আজ পর্যন্ত এরকম ভয়াবহ পরিস্থিতি দেখিনি। এখন বাড়ি নেই, তাই রাস্তাতেই আমরা দাঁড়িয়ে আছি। আমার গরু, ছাগল, ভেড়া, হাঁস সব জলে ভেসে গিয়েছে। আমরা বাড়ি থেকে কিচ্ছু বের করতে পারিনি। অনেক ক্ষতি হয়ে গিয়েছে।
advertisement
advertisement
বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রামে। তারই মধ্যে অন্যতম একটি গ্রাম হল ভাতার ব্লকের কুমারুন গ্রাম। বর্তমানে সম্পূর্ণ গ্রাম জলমগ্ন অবস্থায় রয়েছে। ফলে ব্যাপক সমস্যার মধ্য দিয়ে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের।এই প্রসঙ্গে কুমারুন গ্রামের বাসিন্দা প্রশান্ত চ্যাটার্জি, আশিষ কুমার হাটি জানিয়েছেন, এরকম ভয়াবহ পরিস্থিতি আজ অবধি কোনওদিন দেখেননি। তাঁদের কথায়, গোটা গ্রাম জুড়ে প্রায় ১০০ টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলেরই খারাপ অবস্থা।
advertisement
প্রসঙ্গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় সকাল পর্যন্ত একটানা বৃষ্টির জেরে বর্তমানে জলমগ্ন গোটা গ্রাম। গ্রামবাসীদের যাতায়াতের রাস্তা পর্যন্ত ডুবে গিয়েছে। এছাড়াও গ্রামে অবস্থিত মন্দির এবং বেশ কিছু বাড়িতেও জল ঢুকে গিয়েছে। একটানা বৃষ্টির জেরে নাজেহাল গ্রামবাসীরা। এছাড়া যাদের বাড়ি-ঘর ভেঙে পড়েছে তাঁরাও হতাশ হয়ে পড়েছেন। বর্তমানে সকলেই চাইছেন যাতে প্রশাসনের তরফে এই জল নিকাশির দ্রুত ব্যবস্থা করা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণের জন্যও আবেদন জানিয়েছেন।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Houses Collapsed: টানা বৃষ্টিতে ভয়াবহ অবস্থা ভাতারে, ভেঙে পড়ল একাধিক বাড়ি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement