Archery Competition: তিরন্দাজি ঘিরে বিরাট আয়োজন, জেলায় ব্যাপক উৎসাহ

Last Updated:

Archery Competition: কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে এই তিরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতীতে ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে গ্রাম বাংলা প্রায় হারিয়ে যেতে বসেছে তিরন্দাজি

+
তীরন্দাজি

তীরন্দাজি প্রতিযোগিতা

উত্তর দিনাজপুর: ভারতীয় উপমহাদেশের প্রাচীন খেলাগুলোর প্রতি উৎসাহ বাড়াতে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে গ্রামবাসীদের মধ্যে আয়োজিত হল তিরন্দাজি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উৎসাহ ছিল সকলের মধ্যে। প্রতিযোগিতায় আটটি দল অংশগ্রহণ করেছিল। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মালন গ্রামে প্রতিযোগিতাটি আয়োজিত হয়।
কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে এই তীরন্দাজি প্রতিযোগিতার আয়োজন করা হয়। অতীতে ব্যাপক প্রচলন থাকলেও বর্তমানে গ্রাম বাংলা প্রায় হারিয়ে যেতে বসেছে তিরন্দাজি খেলা। তাকে আবার সকলের মধ্যে ফিরিয়ে আনতেই এমন উদ্যোগ। ভারতের প্রাচীনতম খেলাগুলোর মধ্যে অন্যতম ছিল এই তিরন্দাজি। বৈদিক সময়কাল থেকেই তির-ধনুক ব্যবহার করে তিরন্দাজি খেলা হয়ে এসেছে।
advertisement
advertisement
প্রতিযোগিতার আয়োজক নীরজ নারায়ণ রায় জানান, ভারত সরকারের একটি স্কিম হল ‘খেল ইন্ডিয়া’। খেল ইন্ডিয়ার মাধ্যমে ভারতের প্রাচীনতম খেলাগুলোর প্রতি সাধারণ মানুষেরা আগ্রহ বাড়াতে বিভিন্ন গ্রামগঞ্জে খেলাগুলির আয়োজন করা হচ্ছে। এই প্রতিযোগিতায় এক একজন প্রতিযোগীকে ৬ টি তির দেওয়া হয়েছিল। তিনটি তির শেষ করার জন্য অনুমোদিত সর্বোচ্চ সময় ছিল দুই মিনিট এবং ছয়টি তির শেষ করতে তাঁরা মোট সময় পান চার মিনিট। উল্লেখ্য এই তিরন্দাজি প্রতিযোগিতা অলিম্পিকেও আছে।
advertisement
পিয়া গুপ্তা
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Archery Competition: তিরন্দাজি ঘিরে বিরাট আয়োজন, জেলায় ব্যাপক উৎসাহ
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement