Crocodile: গাছটাকে কোনওমতে জড়িয়ে ধরে...কুমিরের সঙ্গে ১ ঘণ্টা লড়াই গৃহবধূর! কাঁকড়া ধরতে গিয়ে এ কী কাণ্ড! শুনলে গায়ে কাঁটা দেবে
- Reported by:BISWAJIT HALDER
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Crocodile: কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় এক ঘণ্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেন এক গৃহবধূ।
দক্ষিণ ২৪ পরগণা: কুমিরের সঙ্গে দীর্ঘ প্রায় এক ঘণ্টা লড়াইয়ের পর প্রাণে বেঁচে ফিরলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, তুমুল সাহসী ওই গৃহবধুর নাম প্রণতি প্রামানিক, বয়স প্রায় ৩৭।
প্রতিদিনের মতো এদিনও তিনি নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। অশ্বিনী মাইতির খেয়াঘাট সংলগ্ন জঙ্গলে কাঁকড়া ধরার সময় সুতিতে টান পড়ায় দেখতে গেলে হঠাৎই কুমির নদী থেকে উপরে উঠে তাঁকে আক্রমণ করে। এই পরিস্থিতিতে প্রাণে বাঁচতে সামনে থাকা গাছটিকে জড়িয়ে ধরে। এছাড়াও নিজের কাপড় দিয়ে গাছের সঙ্গে জড়িয়ে দেয়। তখন তিনি চিৎকার চেঁচামেচি করতে থাকেন।
advertisement
advertisement
এদিকে কুমির তাঁকে জলের দিকে টানতে থাকে। শেষ পর্যন্ত গৃহবধূর চিৎকারে দৌড়ে আসেন গ্রামের লোকজন। এরপরই তাঁরা মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। এই মুহূর্তে ওই গৃহবধূকে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
Biswajit Halder Kakdwip
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 18, 2025 4:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crocodile: গাছটাকে কোনওমতে জড়িয়ে ধরে...কুমিরের সঙ্গে ১ ঘণ্টা লড়াই গৃহবধূর! কাঁকড়া ধরতে গিয়ে এ কী কাণ্ড! শুনলে গায়ে কাঁটা দেবে










