Hooghly News: ভাঙা টালির ঘর থেকে বিশ্বজয়! বৈদ্যবাটির ছেলের বাংলার সম্মান বাড়াল বিশ্বের দরবারে

Last Updated:

Hooghly News: ভাঙা টালির চালের বাড়ি থেকে বিদেশের মাটিতে সোনা জয় করে আসার কাহিনিটা মোটেই সহজ ছিল না অতনুর। সেখান থেকে বিশ্ব দরবারে ২টি পদক জয় আপনার।

+
অতনু

অতনু হালদার, বিশ্ব যোগাসন চ্যাম্পিয়ন

হুগলি: ভাঙা টালির চালের বাড়ি থেকে বিদেশের মাটিতে সোনা জয় করে আসার কাহিনিটা মোটেই সহজ ছিল না অতনুর। যেখানে একটা সময় বিশ্ব যোগাসনে যোগ দেওয়াই বড় প্রশ্নের মুখে ছিল, সেখানে বিশ্বের দরবারে দুইটি পৃথক বিভাগের সোনা জয় করে দেশের নাম উজ্জ্বল করেছে বৈদ্যবাটির ছেলে অতনু হালদার।
অতনুর বাবা সঞ্জয় হালদার পেশায় একজন ভ্যানচালক। কোনক্রমে রুজি রুটির ‌জোগার করতেই চলে যায় তার দিন। এর মধ্যে বিদেশের মাটিতে ছেলেকে খেলতে পাঠানো ছিল তাদের কাছে দিবা স্বপ্ন। তবে স্থানীয় মানুষদের সহযোগিতায় অর্থ জোগার করে ছেলেকে খেলতে পাঠিয়েছিলেন বিশ্ব যোগাসনের দরবারে। সেখানে গিয়ে নিজের সেরা পারফরমেন্স দিয়ে দুইটি বিভাগের সোনার পদক জয় করেছে অতনু হালদার।
advertisement
দশম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নের আসর বসেছিল ভিয়েতনামের হ্যানয়তে। সেখানেই ট্র্যাডিশনাল ও রিদিমিক যোগা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় অতনু। ভারতের হয়ে সে ছাড়াও মোট ১৬ জন অংশগ্রহণ করেছিল। শত আর্থিক প্রতিবন্ধকতার মধ্যেও সে দুটো পদক ছিনিয়ে আনে। বৈদ্যবাটি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দ্বারিক জঙ্গল রোডের পরিত্যক্ত কারখানায় থাকে অতনুর পরিবার। স্কুল, স্থানীয় মানুষের আত্মিক সহায়তায় ১০টি দেশের আড়াইশো জন প্রতিযোগীকে পিছিয়ে রেখে তার এই সাফল্য।
advertisement
advertisement
আগামী দিনে সে চায় ভারতের হয়ে একাধিক পদক জয় করতে। বৈদ্যবাটির বনমালী মুখার্জি ইনস্টিটিউশনের একাদশ শ্রেণির কলা বিভাগে পড়ে অতনু। সম্প্রতি মেদিনীপুরে ৩৬ তম জাতীয় যোগাসন চ্যাম্পিয়নশিপে যোগ দিয়েছিল সে। সেখানে ভাল ফল করায় দশম বিশ্ব যোগাসনে জুনিয়র রিদমিক বিভাগে খেলার ছাড়পত্র মেলে। অতনুর সাফল্যে গর্বিত সকলেই।
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ভাঙা টালির ঘর থেকে বিশ্বজয়! বৈদ্যবাটির ছেলের বাংলার সম্মান বাড়াল বিশ্বের দরবারে
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement