Rohit Sharma: চোট না দল থেকে বাদ? এলএসজি ম্যাচে রোহিতের না খেলা নিয়ে শুরু জল্পনা!

Last Updated:

Rohit Sharma: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেই রোহিত শর্মা। এই খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়ে যায় তাহলে কি সত্যিই অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক?

News18
News18
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলে নেই রোহিত শর্মা। এই খবর সামনে আসতেই জল্পনা শুরু হয়ে যায় তাহলে কি সত্যিই অফ ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক? না এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ। যদিও দলের তরফ থেকে বলা হয়েছে চোটের কারণেই এলএসজি ম্যাচ মিস করছেন রোহিত শর্মা।
ক্রিক ইনফোর খবর অনুযায়ী, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত। ইনজুরির অবস্থা পুরোপুরি জানাতে না পারলেও, ঝুঁকি নিতে চায়নি দল। হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা। রোহিত শর্মার চোট কতটা গুরুতর, তা জানা যায়নি। রোহিত কি পরের ম্যাচ খেলতে পারবেন কিনা তা নিয়েও কোনও আপডেট এখনও জানা যায়নি।
advertisement
এমনিতে আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না রোহিত শর্মা। তিন ম্যাচে রোহিত মাত্র ৭ গড়ে ২১ রান করেছেন। সামনে এসেছে রোহিতের একটি বিতর্কিত ভিডিও। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, “যখন যেটা করার দরকার ছিল, তখন সেটা দায়িত্ব নিয়ে করেছি। এখন আর কিছু করার দরকার নেই।” এরইমধ্যে রোহিতের এলএসজি ম্যাচে না খেলা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।
advertisement
advertisement
প্রসঙ্গত, এমনিতে আইপিএলে এখন পুরো ম্যাচে খেলানো হচ্ছিল না রোহিত শর্মাকে। তাঁকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করছে মুম্বই ইন্ডিয়ান্স। ফিল্ডিং করার সময় ডাগ আউটে রাখা হচ্ছিল রোহিতকে। শুধু নামছিলেন ব্যাটিং করতে। রোহিতের চোটের পরিস্থিতি নিয়ে আপডেটের অপেক্ষায় ফ্যানেরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Rohit Sharma: চোট না দল থেকে বাদ? এলএসজি ম্যাচে রোহিতের না খেলা নিয়ে শুরু জল্পনা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement