গভীর রাতে একা কোথায় যাচ্ছে আদিবাসী যুবক! জিজ্ঞাসাবাদের নামে চলল সিভিক ভলান্টিয়ারদের হেনস্থা, মারধর
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
বাংলার বুকে এক আদিবাসী যুবক সিভিক ভলান্টিয়ারদের হেনস্থা, মারধরের শিকার।
আরামবাগ, হুগলি, শুভদীপ ঘোষঃ ভিন রাজ্যে কাজে নিয়ে পুলিশের হেনস্থা, মারধরের শিকার হচ্ছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিক। এই ঘটনার জেরে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে বাংলার বুকে এক আদিবাসী যুবক সিভিক ভলান্টিয়ারের হেনস্থা, মারধরের শিকার। গভীর রাতে কাজে যাওয়ার সময় এক আদিবাসী যুবককে হেনস্থা, মারধর করার অভিযোগ উঠেছে দুই সিভিক ভলান্টিয়ার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল থেকে আরামবাগ-বর্ধমান রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আদিবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আরামবাগের নৈসরাই এলাকায়।
আরও পড়ুনঃ ভরা রাস্তায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে হেনস্থা! উর্দির কলার ধরে… ইমামবাড়া সদর হাসপাতালের গেটের মুখে জমেছে ভিড়
আদিবাসী মহিলা থেকে শুরু করে পুরুষ সকলে তির-ধনুক হাতে রাস্তায় নামেন। দীর্ঘক্ষণ চলে তাঁদের অবরোধ। পরিস্থিতি হাতের বাইরে যেতেই ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলেও অবরোধ তুলতে অস্বীকার করেন তাঁরা। অবরোধকারীদের জানান, গতকাল রাত ২টো নাগাদ নৈসরাই এলাকার এক যুবক রাইস মিলে কাজে যাচ্ছিলেন। সেই সময় দুই সিভিক তাঁর পথ আটকায়। চলে জিজ্ঞাসাবাদের নামে হেনস্থা। তারপরই বেধড়ক মারধর করা হয়।
advertisement
আরও পড়ুনঃ মিড ডে মিলে ফ্রাইড রাইস, মাংস, চাটনি, মিষ্টি… গ্রামের প্রাথমিক স্কুলে পাত পেড়ে খাচ্ছে খুদে পড়ুয়ারা! রাজ্যের কোথায় এমন উলটো পুরাণ?
অবরোধকারীরা দাবি, অবিলম্বে অভিযুক্ত দুই সিভিক ভলান্টিয়ারকে ক্ষমা চাইতে হবে। এদিকে দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তার দু’দিকে সারি দিয়ে যানবাহন দাঁড়িয়ে হায়। গোটা রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। ব্যাপক যানজট তৈরি হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 20, 2025 12:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গভীর রাতে একা কোথায় যাচ্ছে আদিবাসী যুবক! জিজ্ঞাসাবাদের নামে চলল সিভিক ভলান্টিয়ারদের হেনস্থা, মারধর