Hooghly News: রাস্তার সিগন্যাল প্লেটের কোন চিহ্নের কী মানে! খেলার ছলে বুঝিয়ে দিলেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা

Last Updated:

খুদে পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে অবগত করানোর জন্য একেবারে খেলার ছলে মেতে উঠলেন পুলিশ আধিকারিকরা।

+
পুরস্কার

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের ছবি

হুগলি: শিশু সচেতনতায় চুঁচুড়া ট্রাফিক গার্ডের অভিনব উদ্যোগ। খুদে পড়ুয়াদের ট্রাফিক আইন সম্পর্কে অবগত করানোর জন্য একেবারে খেলার ছলে মেতে উঠলেন পুলিশ আধিকারিকরা। চুঁচুড়া তালডাঙ্গা মোড় সংলগ্ন একটি বেসরকারি স্কুলের পড়ুয়াদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সচেতনতা শিবির। খেলার ছলে পড়ুয়ারা বুঝেছে ট্রাফিক আইন, ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সাইন বা রাস্তা পারাপার সম্পর্কে, সচেতন করেন ট্রাফিক ইন্সপেক্টর মানদাতা সাউ সহ চুঁচুড়া ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকেরা।
শিবির চলাকালীন পড়ুয়াদের নিয়ে আসা হয় চুঁচুড়া খাদিনা মোড়ে। সেখানে জেব্রা ক্রসিং সহ ট্রাফিক সিগন্যালের যাবতীয় খুঁটিনাটি পড়ুয়াদের বুঝিয়ে বলা হয়। সব শেষে গোটা শিবিরে আলোচিত ট্রাফিক আইন, সিগন্যাল বা সাইন সম্পর্কিত বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ছোট ছোট পড়ুয়াদের ভাল করে বোঝান হল রাস্তায় থাকা সিগন্যাল প্লেটে কোন চিহ্ন দেখলে বুঝতে হবে সামনে রাস্তা ডানদিকে অথবা বামদিকে ঘুরেছে। তাহলে গাড়ির গতি কমাতে হবে। অথবা কোন সাইন থাকলে ইউ টার্ন নেওয়া যাবে। কোন চিহ্ন বোঝাবে সামনে স্পিড ব্রেকার রয়েছে, ইত্যাদি পাঠদানের মধ্য দিয়ে অভিনব পদ্ধতিতে পালন করা হল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে ট্রাফিক ইন্সপেক্টর জানিয়েছেন, স্কুল পড়ুয়াদের ট্রাফিক আইন, সিগন্যাল বা ট্রাফিক সাইন সম্পর্কে অবগত করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। শহরকে ১০০ শতাংশ দুর্ঘটনামুক্ত রাখা চন্দননগর কমিশনারেটের একমাত্র লক্ষ্য। তাই পুলিশ কমিশনারের নির্দেশে সারা বছর পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতার নানা উদ্যোগ নেওয়া হয়। বিশেষ করে স্কুল পড়ুয়াদের মধ্যে এই পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা খুবই জরুরি। তাই এদিন ব্যস্ত রাস্তার মোড়ে এনে পড়ুয়াদের ট্রাফিক সিগন্যাল এবং রাস্তায় থাকা নানা চিহ্নের উপযোগিতা পরিষ্কার করে দেওয়া হয়েছে।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: রাস্তার সিগন্যাল প্লেটের কোন চিহ্নের কী মানে! খেলার ছলে বুঝিয়ে দিলেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা
Next Article
advertisement
ভারতের হামলার ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! মেরামত চলছে সামরিক ঘাঁটিগুলিতে...স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি!
অপারেশন সিঁদুরের ৬ মাস পরেও পাকিস্তানের যা হাল! স্যাটেলাইট চিত্রে ধরা পড়ল গোপন সত্যি
  • নতুন উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতের হামলার ছয় মাস পরও পাকিস্তানের নুর খান এয়ারবেসে মেরামত চলছে.

  • জেকবাবাদ এয়ারবেসের উপগ্রহচিত্রে দেখা গেছে, ভারতীয় আক্রমণে ক্ষতিগ্রস্ত হ্যাঙ্গারের মেরামত এখনও চলছে.

  • ২০২৫ সালের মে মাসে ভারত অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে.

VIEW MORE
advertisement
advertisement