Hooghly News: ফসলের আড়ালে চাষের খেতে লুকিয়ে চলছিল এ সব! পুলিশ যেতেই চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Hooghly News: জেলা আধিকারিকদের একাংশের গাফিলতিতেই এখনও এত জনের দুই জায়গায় নাম থেকে গিয়েছে, এমনই অভিযোগ উঠেছে।

+
পোস্ত

পোস্ত গাছ নষ্ট করছে পুলিশ

হুগলি: বিভিন্ন ফসলের আড়ালে লুকিয়ে চলছিল বেআইনি পোস্ত গাছের চাষ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় সেই জায়গায়। পুলিশ পৌঁছতেই চক্ষু চড়ক গাছ। বিভিন্ন ক্ষেতের মধ্যিখানে লুকিয়ে চলছে পোস্ত গাছের চাষ। একেবারে ফলন্ত গাছ কেটে সাফ করল পুলিশ। আনুমানিক সাড়ে চার হাজার পোস্ত গাছ নষ্ট করেছে পোলবা থানার পুলিশ।
এমনিতে গাছ লাগানো এবং চাষ করা খুবই পরিবেশবান্ধব। তবে ভারতীয় আইন অনুযায়ী কিছু গাছ রয়েছে, যা কখনই চাষ করা যায় না। তার মধ্যে অন্যতম হল পোস্ত গাছ। কারণ এই পোস্ত গাছের আঠা থেকে তৈরি করা হয় নেশার পদার্থ আফিম ! সেই কারণে পোস্ত চাষের জন্য সরকারের থেকে ছাড়পত্র নিতে হয়। তবে এক্ষেত্রে কোনও রকম অনুমতি ছাড়াই লুকিয়ে চাষ করা হচ্ছিল পোস্ত গাছের। পোলবার আমনান গ্রাম পঞ্চায়েতের ডুবির ভেরি, মহেশ্বরবাটি, বীরেন্দ্রনগর গ্রামে অনেক জমিতে পোস্ত চাষ হয়েছে। খবর পেয়ে পোলবা থানার পুলিশ বাহিনী সেই গ্রামে পৌঁছায়। পুলিশের অভিযানে জমির আফিম চাষ নষ্ট করা হয়।
advertisement
পুলিশ সূত্রে খবর,আফিম চাষ বেআইনি। তা সত্ত্বেও লুকিয়ে অনেক চাষি পোস্ত পাওয়ার আশায় এই চাষ করছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে সেই চাষ নষ্ট করছে। এদিন প্রায় সারে চার হাজার ফলন্ত পোস্ত গাছ নষ্ট করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,আরও কোথায় লুকিয়ে পোস্ত চাষ হয়েছে তার সন্ধান চলছে। জানতে পারলেই সেইখানে অভিযান চালানো হবে।
advertisement
advertisement
স্থানীয় আমনান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ মালিক বলেন, ”আমরা আফিম চাষ সম্বন্ধে অবগত ছিলাম না। আজকে শুনলাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ছোট ছোট করে অনেকেই আফিম চাষ করেছে। পোলবা থানার বড়বাবু পুলিশ নিয়ে গিয়ে সেই চাষ নষ্ট করেছেন।আমরা পুলিশের এই কাজকে সাধুবাদ জানাই।”
অনেকে হয়ত পোস্তর জন্য এই চাষ করতে পারেন। কিন্তু এই চাষ বেআইনি। তাই পুলিশ যে পদক্ষেপ নিয়েছে সেটা সঠিক। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ বলাগড় থানা এলাকায় গাঁজা চাষ এভাবেই নষ্ট করেছিল। কয়েক লক্ষ টাকার গাঁজা গাছ গৃহস্থের বাড়ির উঠোনে চাষ হয়েছিল। তার খোঁজ পেয়ে পুলিশ গিয়ে সব গাছ কেটে ফেলে।
advertisement
— রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ফসলের আড়ালে চাষের খেতে লুকিয়ে চলছিল এ সব! পুলিশ যেতেই চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement