Hooghly News: হুগলিতে নাবালিকাকে পাশবিক নির্যাতন, সেলাই করতে হয় যৌনাঙ্গও! সেই পিশাচকে উচিত শাস্তি দিল আদালত!

Last Updated:

Hooghly News: শিবার নিজের নাবালিকার সমবয়সী মেয়ে আছে। অভিযুক্ত নাবালিকার উপর শারীরিক নির্যাতন করে। নির্যাতিতার গোপনাঙ্গে সেলাই দিতে হয়েছিল।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
সোমনাথ ঘোষ, চন্দননগর: প্রতিবেশী নাবালিকাকে পাশবিক নির্যাতন। পকসো মামলায় ২০ বছরের সাজা হল চন্দননগর আদালতে। আদালতে সরকারি আইনজীবী অন্নপূর্ণা চক্রবর্তী জানান, ২০২১ সালের ১০ সেপ্টেম্বর হরিপাল থানার নালিকুল সাহাপুর গ্রামের ঘটনা। ওই গ্রামের বাসিন্দা অভিযুক্ত যুবক শিবা সাউ প্রতিবেশীর বাড়িতে সাপ ঢুকেছে বলে বাড়ি থেকে নয় বছরের নাবালিকাকে ডেকে আনেন।
শিবার নিজের নাবালিকার সমবয়সী মেয়ে আছে। অভিযুক্ত নাবালিকার উপর শারীরিক নির্যাতন করে। নির্যাতিতার গোপনাঙ্গে সেলাই দিতে হয়েছিল। ডাক্তারি পরীক্ষায় তা প্রমাণিত হয়।
advertisement
ঘটনার দিনই দোষীকে গ্রেফতার করে হরিপাল থানার পুলিশ। এতদিন জেল হেফাজতে ছিল সে। মঙ্গলবার তাকে দোষী সাব্যস্ত করে আদলত। বুধবার চন্দননগরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ মানবেন্দ্র মোহন সরকার দোষীকে কুড়ি বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ৬ মাসের সাজা শোনান।
advertisement
সাজা ঘোষণার পর নিজেকে নিরপরাধ বলে দাবি করেন দোষী। জানান, ”আমার সম্পত্তির লোভে ও আমি একমাত্র ওই অঞ্চলে বিজেপি করি বলে আমাকে ফাঁসানো হয়েছে।” তার মা-ও জানান, ”আমার ছেলে কলকাতায় সবজি বিক্রি করত। সে নির্দোষ।”
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: হুগলিতে নাবালিকাকে পাশবিক নির্যাতন, সেলাই করতে হয় যৌনাঙ্গও! সেই পিশাচকে উচিত শাস্তি দিল আদালত!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement