Hooghly News: ‘আমি এনেছি হরেকরকম ফল’ ব্রিগেডে মুখ্যমন্ত্রীকে এ কী বার্তা দিলেন বাম সমর্থক
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:RAHI HALDAR
Last Updated:
Hooghly News: গলায় হরেকরকম ফলের মালা গাঁথা, কিন্তু কার জন্য...
হুগলি: বামেদের ব্রিগেডের সমাবেশে ধরা পড়ল এক অন্য রকম চিত্র। একদিকে যখন সবাই ব্রিগেডে লাল পতাকার ঝড় তুলছেন সেখানে এক সমর্থক এসেছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কামনা করতে। এমনই অভিনব প্রতিবাদের ভাষায় ব্রিগেডের মধ্যে নজর কেড়েছেন হুগলির সিঙ্গুরের রথীন্দ্রনাথ দাস।
বামেদের ইনসাফ যাত্রার শেষে ব্রিগেডের সমাবেশে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বহু মানুষ। বাম যুব দের ডাকে রবিবারের ব্রিগেডের মাঠ একেবারে লাল লাল। এরই মধ্যে কেউ আছেন লাল পতাকা নিয়ে কেউ আছেন ডিওয়াইএফাই এর পতকা নিয়ে, কেউ আবার বুকে জড়িয়ে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি ।
আরও পড়ুন – Shani Sade Sati: সাড়ে সাতি কি জানেন, তার প্রভাবে সর্বস্ব খুইয়ে পথের ভিখারি হতে পারেন, আবার কেউ হন রাজাও
advertisement
advertisement
হরেক রকম পোস্টার আর প্ল্যাকার্ডের ভরে উটেছে ব্রিগেডের ময়দান। এরই মধ্যে অভিনব দৃশ্য ধরা পড়ল। যিনি ব্রিগেডে এসেছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বাস্থ্য ভালহোক সেই কামনা নিয়ে। গলায় পড়ে এসেছে হরেক রকমের ফল দিয়ে তৈরি মালা। সেই মালা তিনি উপহার দিতে চান মুখ্যমন্ত্রীকে।
হুগলির সিঙ্গুর বাউড়িপাড়া বাসিন্দা রথীন্দ্রনাথ দাস। ব্রিগেডের মাঠে তাঁকে দেখতে ভিড় কারণ তার গলার ফলের মালা দেখে। কেনো তিনি এই মালা পড়েছেন তার উত্তরের তিনি বলছেন, মুখ্যমন্ত্রী শিক্ষা, কয়লা, গরু, এই সব চুরি করে খেতে খতে অসুস্থ হয়ে পড়েছেন তাই তিনি ফলের মালা নিয়ে এসেছেন। যাতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন কারণ আসন্ন ২৬ এর নির্বাচন পর্যন্ত যাতে তিনি সুস্থক থাকেন। তিনি জানান ঠিক যে ভাবে টাটাকে বিদায় জানিয়েছে তৃণমূল ঠিক সেই ভাবেই সিঙ্গুর থেকে এবার তৃণমূলকে টাটা জানাবেন সিঙ্গুরের মানুষ। তার হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা “দিদি তুই আর কত খাবি বল, তোর জন্য এনেছি হরেক রকম ফল।’’
advertisement
Rahi Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 08, 2024 11:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ‘আমি এনেছি হরেকরকম ফল’ ব্রিগেডে মুখ্যমন্ত্রীকে এ কী বার্তা দিলেন বাম সমর্থক