Hooghly News: ‘আমি এনেছি হরেকরকম ফল’ ব্রিগেডে মুখ্যমন্ত্রীকে এ কী বার্তা দিলেন বাম সমর্থক

Last Updated:

Hooghly News: গলায় হরেকরকম ফলের মালা গাঁথা, কিন্তু কার জন্য...

+
ফলের

ফলের মালা পড়ে বাম সমর্থক 

হুগলি: বামেদের ব্রিগেডের সমাবেশে ধরা পড়ল এক অন্য রকম চিত্র। একদিকে যখন সবাই ব্রিগেডে লাল পতাকার ঝড় তুলছেন সেখানে এক সমর্থক এসেছেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুস্বাস্থ্য কামনা করতে। এমনই অভিনব প্রতিবাদের ভাষায় ব্রিগেডের মধ্যে নজর কেড়েছেন হুগলির সিঙ্গুরের রথীন্দ্রনাথ দাস।
বামেদের ইনসাফ যাত্রার শেষে ব্রিগেডের সমাবেশে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বহু মানুষ। বাম যুব দের ডাকে রবিবারের ব্রিগেডের মাঠ একেবারে লাল লাল। এরই মধ্যে কেউ আছেন লাল পতাকা নিয়ে কেউ আছেন ডিওয়াইএফাই এর পতকা নিয়ে, কেউ আবার বুকে জড়িয়ে এসেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি ।
advertisement
advertisement
হরেক রকম পোস্টার আর প্ল্যাকার্ডের ভরে উটেছে ব্রিগেডের ময়দান। এরই মধ্যে অভিনব দৃশ্য ধরা পড়ল। যিনি ব্রিগেডে এসেছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বাস্থ্য ভালহোক সেই কামনা নিয়ে। গলায় পড়ে এসেছে হরেক রকমের ফল দিয়ে তৈরি মালা। সেই মালা তিনি উপহার দিতে চান মুখ্যমন্ত্রীকে।
হুগলির সিঙ্গুর বাউড়িপাড়া বাসিন্দা রথীন্দ্রনাথ দাস। ব্রিগেডের মাঠে তাঁকে দেখতে ভিড় কারণ তার গলার ফলের মালা দেখে। কেনো তিনি এই মালা পড়েছেন তার উত্তরের তিনি বলছেন, মুখ্যমন্ত্রী শিক্ষা, কয়লা, গরু, এই সব চুরি করে খেতে খতে অসুস্থ হয়ে পড়েছেন তাই তিনি ফলের মালা নিয়ে এসেছেন। যাতে দিদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন কারণ আসন্ন ২৬ এর নির্বাচন পর্যন্ত যাতে তিনি সুস্থক থাকেন। তিনি জানান ঠিক যে ভাবে টাটাকে বিদায় জানিয়েছে তৃণমূল ঠিক সেই ভাবেই সিঙ্গুর থেকে এবার তৃণমূলকে টাটা জানাবেন সিঙ্গুরের মানুষ। তার হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা “দিদি তুই আর কত খাবি বল, তোর জন্য এনেছি হরেক রকম ফল।’’
advertisement
Rahi Halder
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ‘আমি এনেছি হরেকরকম ফল’ ব্রিগেডে মুখ্যমন্ত্রীকে এ কী বার্তা দিলেন বাম সমর্থক
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement