Shani Sade Sati: সাড়ে সাতি কি জানেন, তার প্রভাবে সর্বস্ব খুইয়ে পথের ভিখারি হতে পারেন, আবার কেউ হন রাজাও

Last Updated:
Shani Sade Sati: প্রত্যেকের  জীবনে শনির সাড়ে সাতি আসে। যখন শনিদেব চন্দ্র থেকে যাত্রার সময় দ্বাদশ ঘরে আসেন, তখন শনিদেব সাড়ে সাতি শুরু হয়।
1/7
Shani Ki Sade Sati: শনির সাড়ে সাতি কী, এবং আমাদের জীবনে শনির সাড়ে সাতির প্রভাব কী। এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
Shani Ki Sade Sati: শনির সাড়ে সাতি কী, এবং আমাদের জীবনে শনির সাড়ে সাতির প্রভাব কী। এ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
advertisement
2/7
শনির সাড়ে সাতির মেয়াদ হয় সাড়ে সাত বছর। যার জীবনে সাড়ে সাতির প্রভাব পড়ে, তা থাকে সাড়ে সাত বছর পর্যন্ত চলেন, ২২ বছর পর আবার আপনার জীবনে শনির সাড়ে সাতি ফিরে আসে।
শনির সাড়ে সাতির মেয়াদ হয় সাড়ে সাত বছর। যার জীবনে সাড়ে সাতির প্রভাব পড়ে, তা থাকে সাড়ে সাত বছর পর্যন্ত চলেন, ২২ বছর পর আবার আপনার জীবনে শনির সাড়ে সাতি ফিরে আসে।
advertisement
3/7
আপনার জীবনে শনির সাড়ে সাতি আসে। যখন শনিদেব চন্দ্র থেকে যাত্রার সময় দ্বাদশ ঘরে আসেন, তখন শনিদেব সাড়ে সাতি শুরু হয়। শনিদেব সবার কাজের হিসাব রাখেন পাশাপাশি তিনিই ফলদান করেন৷  শনির সাড়ে  সাতির সময় শনিদেব সেই অনুযায়ী ফল দেন।
আপনার জীবনে শনির সাড়ে সাতি আসে। যখন শনিদেব চন্দ্র থেকে যাত্রার সময় দ্বাদশ ঘরে আসেন, তখন শনিদেব সাড়ে সাতি শুরু হয়। শনিদেব সবার কাজের হিসাব রাখেন পাশাপাশি তিনিই ফলদান করেন৷  শনির সাড়ে  সাতির সময় শনিদেব সেই অনুযায়ী ফল দেন।
advertisement
4/7
শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্বে শনি মহারাজ আপনাকে পরিশ্রম করায় এবং ফলও প্রদান করেন৷ আপনি কঠোর পরিশ্রম করেন এবং আপনি একই সময়ে ফলাফল পান। শনিদেবের আশীর্বাদ পেলে একজন দরিদ্র থেকে রাজাও হয়ে উঠতে পারেন৷  এটি আপনার জীবনে পরিবর্তন আনে।
শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্বে শনি মহারাজ আপনাকে পরিশ্রম করায় এবং ফলও প্রদান করেন৷ আপনি কঠোর পরিশ্রম করেন এবং আপনি একই সময়ে ফলাফল পান। শনিদেবের আশীর্বাদ পেলে একজন দরিদ্র থেকে রাজাও হয়ে উঠতে পারেন৷  এটি আপনার জীবনে পরিবর্তন আনে।
advertisement
5/7
শনি সাড়ে সাতি হয় ৩টি পর্বে।  আড়াই বছরের তিনটি পর্যায়ে এটি ভাগ করা৷   প্রথম পর্যায়- আলস্য আসে, কোনও কাজ করতে আপনার ভাল লাগে না, যদি কাজ করতে ভাল না লাগে তাহলে হঠাৎ করেই ছেড়ে দেন। এরকমভাবে কিছু ঘটলে বুঝতে পারবেন সাড়ে সাতি  প্রথম পর্বে রয়েছেন৷ শরীর ও স্বাস্থ্যের পরিবর্তনও ঘটেছে৷ এই সময়ে আদালতে- হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷ অর্থাৎ যাঁদের শনির সাড়ে সাতির প্রথম দশা চলছে, শনিদেব তাঁদের প্রকোপের প্রথম পর্ব দেখান৷
শনি সাড়ে সাতি হয় ৩টি পর্বে।  আড়াই বছরের তিনটি পর্যায়ে এটি ভাগ করা৷   প্রথম পর্যায়- আলস্য আসে, কোনও কাজ করতে আপনার ভাল লাগে না, যদি কাজ করতে ভাল না লাগে তাহলে হঠাৎ করেই ছেড়ে দেন। এরকমভাবে কিছু ঘটলে বুঝতে পারবেন সাড়ে সাতি  প্রথম পর্বে রয়েছেন৷ শরীর ও স্বাস্থ্যের পরিবর্তনও ঘটেছে৷ এই সময়ে আদালতে- হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে৷ অর্থাৎ যাঁদের শনির সাড়ে সাতির প্রথম দশা চলছে, শনিদেব তাঁদের প্রকোপের প্রথম পর্ব দেখান৷
advertisement
6/7
শনিদেব সাড়ে সাতির দ্বিতীয় পর্বে প্রচুর পরিশ্রম করান৷ রেজাল্টও আসে৷ যেরকম পরিশ্রম করেন তার সেরকমই  ফল পাওয়া যায়৷ শনিদেব আপনাকে রাজা করে দেবে৷ জীবনেও পরিবর্তন আসে৷  জীবনে এই সময়ে বড় পরিবর্তন আসে৷
শনিদেব সাড়ে সাতির দ্বিতীয় পর্বে প্রচুর পরিশ্রম করান৷ রেজাল্টও আসে৷ যেরকম পরিশ্রম করেন তার সেরকমই  ফল পাওয়া যায়৷ শনিদেব আপনাকে রাজা করে দেবে৷ জীবনেও পরিবর্তন আসে৷  জীবনে এই সময়ে বড় পরিবর্তন আসে৷
advertisement
7/7
শনির সাড়ে সাতির তৃতীয় পর্বটি আগের দুই ধাপের তুলনায় কিছুটা কম ক্ষতিকর। এই পর্যায়ে, মানুষদের ছোটখাটো আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
শনির সাড়ে সাতির তৃতীয় পর্বটি আগের দুই ধাপের তুলনায় কিছুটা কম ক্ষতিকর। এই পর্যায়ে, মানুষদের ছোটখাটো আর্থিক সমস্যা এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হতে পারে।
advertisement
advertisement
advertisement