Hooghly News: বৈদ্যবাটির বাড়িতে ১৭টা বস্তা, কী রয়েছে তার মধ্যে? ভয়ঙ্কর! পুলিশেরও চক্ষু চড়কগাছ
- Reported by:RAHI HALDAR
- local18
- Published by:Suman Biswas
Last Updated:
Hooghly News: নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রাখার অপরাধে গ্রেফতার হয় ছয় জনকে।
হুগলি: বাড়ির মধ্যে মজুত বস্তায় ভর্তি হাজার হাজার নিষিদ্ধ কাফ সিরাপ। ঠিক এই রকমের খবর ছিল চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে। সেই খবর পেয়েই শুরু হয় উদ্ধার অভিযান। বৈদ্যবাটির একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় সারে চার হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাফ উদ্ধার করল পুলিশ। নিষিদ্ধ কাফ সিরাপ মজুত রাখার অপরাধে গ্রেফতার হয় ছয় জনকে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে চন্দননগর পুলিশের গোয়েন্দারা শ্রীরামপুর থানা অভিযান চালায়। বৈদ্যবাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের বাঘের বাগান এলাকার রমেশ কোস্তার বাড়িতে। নির্মীয়মাণ সেই বাড়িতে ১৭ টি বস্তায় নিষিদ্ধ ফেন্সিডিলের বোতল ভরা ছিল। গুনে দেখা যায় সারে চার হাজার বোতল। নিষিদ্ধ কাফ সিরাফের কারবারে একটা চক্র রয়েছে বলে অনুমান পুলিশের। বৈদ্যবাটির এই বাড়ি থেকে বিভিন্ন জেলা ও ভীন রাজ্যে পাঠানো হত এই সিরাপ। এর চক্রে আর কে কে যুক্ত তার খোঁজ শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
রমেশ কোস্তা জুট মিলে কাজ করেন। তিনি জানান, প্রতিবেশি এক যুবক তাকে আগস্ট মাসের প্রথম সপ্তাহে বলে গাড়ি ওভার লোড হয়ে যাচ্ছে কিছু বস্তা আছে তার বাড়িতে রাখতে চায়।
advertisement
রমেশ রাখতে দেন।বস্তার ভিতরে কি আছে তা তার জানা ছিল না। আজ পুলিশ বাড়িতে আসার পর জানতে পারেন। নিষিদ্ধ কিছু আছে জানলে রাখতে দিতেন না।
—-রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 04, 2023 3:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: বৈদ্যবাটির বাড়িতে ১৭টা বস্তা, কী রয়েছে তার মধ্যে? ভয়ঙ্কর! পুলিশেরও চক্ষু চড়কগাছ







