Hooghly news: ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি,জ্বলল গোটা বাড়ি, অগ্নিদগ্ধ বাবা-মা ও দুই মেয়ে
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি! পরিবারের সকলে ঘুমোচ্ছিলেন একসঙ্গে। সেই ঘুমই হল কাল ! ঘুমন্ত অবস্থায় বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় গোটা বাড়িতে
হুগলি:ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি! পরিবারের সকলে ঘুমোচ্ছিলেন একসঙ্গে। সেই ঘুমই হল কাল ! ঘুমন্ত অবস্থায় বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় গোটা বাড়িতে। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত একই পরিবারের চার সদস্য মা-বাবাও দুই মেয়ে ! ঘটনাটি ঘটেছে চন্দননগরের খলিশানি এলাকার ৩১ নম্বর ওয়ার্ডে। গুরুতর আহত চারজনকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, পেশায় মিষ্টান্ন ব্যবসায়ী রমেশ মান্নার বাড়ি চন্দননগরের খলিশানি মনসাতলা এলাকায়। প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে বাড়িতে ফিরেছিলেন,পরিবারের চারজন একসঙ্গে ঘুমাতে যান। চারজন তথা রমেশ মান্না, তাঁর স্ত্রী সুস্মিতা মান্না ও দুই মেয়ে পৃথা মান্না এবং পর্না মান্না। রমেশ মান্নার বয়স ৫৩ বছর। স্ত্রী পৃথার বয়স ৪৮ ও দুই মেয়ের বয়স ২৪ বছর এবং ২২ বছর।
advertisement
আচমকাই পাড়া-প্রতিবেশীরা দেখে রমেশ মান্নার বাড়ি দাউদাউ করে জ্বলছিল। বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে আর্ত চিৎকার। গায়ে আগুন, অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসেন চারজন। প্রতিবেশীরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং অগ্নিদগ্ধ বাড়ির চারজনকে নিয়ে আসা হয় চন্দননগর হাসপাতালে।
advertisement
ঘটনার খবর পাওয়া মাত্রই উপস্থিত হন মেয়র। তিনি জানান, ” রমেশ মান্না মিষ্টান্ন ব্যবসায়ী। চন্দননগরে তাঁর চারটি মিষ্টির দোকান রয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল, তা বুঝতেই পারছি না। দ্রুততার সঙ্গে অ্যাম্বুল্যান্সে করে তাঁদের চন্দননগর মহাকুমা হাসপাতাল নিয়ে আসা হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তরিত করে নিয়ে যাওয়া হয় কলকাতার হাসপাতালে। ঘটনাস্থলে দমকল আসে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Kolkata,West Bengal
First Published :
April 10, 2025 1:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি,জ্বলল গোটা বাড়ি, অগ্নিদগ্ধ বাবা-মা ও দুই মেয়ে


