Hooghly News: চিকিৎসা কেন্দ্রে রয়েছে সবই শুধু নেই পরিষেবা, খানাকুলে বেহাল স্বাস্থ্যকেন্দ্র
- Reported by:SUVOJIT GHOSH
- hyperlocal
Last Updated:
গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগ থাকলেও নেই স্বাস্থ্য পরিষেবা। যার ফলে সমস্যায় পড়েছেন খানাকুলের সাধারণ মানুষ।
খানাকুল: চিকিৎসার জন্য বিভিন্ন বিভাগ থাকলেও নেই স্বাস্থ্য পরিষেবা। যারফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ঘটনাটি হুগলির খানাকুল গ্রামীণ হাসপাতালে। চিকিৎসকের অভাবে একেবারে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। এরফলে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা রোগী থেকে সাধারণ মানুষ।
জানা যায় এক্সরে প্রায় ৭ মাস, ইসিজি প্রায় দেড় বছর ও আয়ুর্বেদ বিভাগ ১ বছর বন্ধ হয়ে পড়ে রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও মিলছে না পরিষেবা।দীর্ঘ কয়েক বছর ধরে চরম সমস্যায় ভুগছেন হাসপাতালে চিকিৎসা করাতে আসারোগীরা।এই বিষয়ে রোগীর আত্মীয়দের অভিযোগ সকাল থেকে খানাকুল গ্রামীন হাসপাতালে চিকিৎসা করানোর জন্য দীর্ঘক্ষণ সময় ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকলেও কোনরূপ পরিষেবা পাওয়া যায়নি।
advertisement
advertisement
মূলত চিকিৎসক না থাকার কারণে এই সমস্যা বেড়েছে বলে অভিযোগ। প্রায় বিভিন্ন বিভাগ বন্ধ থাকার ফলে রোগীদেরও সমস্যা হচ্ছে। কিন্তু হাসপাতাল চত্বরে বহু মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করলেও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।রোগীরা প্রচুর ভিড় জমাচ্ছে কিন্তু পরিষেবা না পাওয়ার ফলে অসুবিধা হচ্ছে বিশেষ করে রোগীদের। তারা সকলেই চাইছেন বিভিন্ন বিভাগগুলি চালু করলে তাহলে হয়তো অনেকটাই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন।
advertisement
যদিও এই বিষয়ে বিএমএইচ সুশান্ত কুমার মজুমদার বক্তব্য হাসপাতালের বিষয়টি তাদের নজরে আছে। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের বিভিন্ন জায়গায় জানানো হয়েছে। দ্রুত সমাধান হবে আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষকে।সব মিলিয়ে দেখার খানাকুল এলাকার সাধারণ মানুষের স্বার্থে প্রশাসন চিকিৎসা পরিষেবা সচল রাখতে ডাক্তারের সংখ্যা বাড়ান কিনা সে বিষয়ে তাকিয়ে থাকবেন আমজনতা।
advertisement
Suvojit Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 21, 2023 5:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: চিকিৎসা কেন্দ্রে রয়েছে সবই শুধু নেই পরিষেবা, খানাকুলে বেহাল স্বাস্থ্যকেন্দ্র