এক ইঞ্চি গড়াবে না বাসের চাকা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিষেবা! চরম ভোগান্তি রাজ্যের 'এই' এলাকায়, কেন এমন সিদ্ধান্ত
- Published by:Madhab Das
- local18
Last Updated:
অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠন। আর এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভোগান্তির শিকার আমজনতা।
আরামবাগ, হুগলি, শুভদীপ ঘোষ: অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠন। আর এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ভোগান্তির শিকার আমজনতা। বুধবার থেকে বাস মালিকরা এমন সিদ্ধান্ত নিয়ে বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছেন। আর এর ফলে ৫০০ এর বেশি বাস এখন পরিষেবা দেওয়া থেকে দূরে সরে দাঁড়িয়েছে। প্রশ্ন হল কেন এমন সিদ্ধান্তের পথে হাঁটলেন বাস মালিকরা?
বাস মালিকরা এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন হুগলির আরামবাগে। আর এর জেরে চরম যাত্রী ভোগান্তি এলাকায়। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন বাসমালিক সংগঠনগুলি। দীর্ঘ দু’মাসের বেশি সময় ধরে আরামবাগে রামকৃষ্ণ সেতু দিয়ে বাস চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও ব্রিজের উপর দিয়ে দীর্ঘ সময় ধরে বাস বন্ধ। এরই প্রতিবাদে এদিন থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর ফলে বিভিন্ন রুটের প্রায় পাঁচ শতাধিক বেসরকারি বাস চলাচল করছে না। বাস না থাকার সুযোগে তিনগুণ ভাড়া হাঁকাচ্ছে টোটো, অটো থেকে প্রাইভেট গাড়িগুলি। এর ফলে গন্তব্যে পৌঁছতে চরম ভোগান্তি সাধারণ মানুষের।
advertisement
আরও পড়ুন: ব্রিজের রেলিং ভেঙে হুড়মুড়িয়ে নদীতে পড়ল বালি বোঝাই ডাম্পার! শোরগোল এলাকায়, উঠছে একাধিক প্রশ্ন
advertisement
প্রসঙ্গত, গত ৯ আগস্ট রাতে হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ ভেঙে যায়। তারপর থেকে ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী বাস থেকে মালবাহী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিজের দু’ধারে লাগানো হয়েছে হাইট বার। পুজোর আগে ব্রিজে স্বাভাবিক যান চলাচলের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও ব্রিজ সংস্কারের কাজ শেষ হয়নি।
advertisement
বাস মালিকদের দাবি, ব্রিজের উপর দিয়ে বাস চলাচল করতে না দেওয়ায় বাস চালিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে। সেই কারণেই এদিন থেকে বাধ্য হয়ে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি চরমে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hugli-Chinsurah (Hugli-Chuchura),Hugli,West Bengal
First Published :
October 15, 2025 11:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এক ইঞ্চি গড়াবে না বাসের চাকা! অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরিষেবা! চরম ভোগান্তি রাজ্যের 'এই' এলাকায়, কেন এমন সিদ্ধান্ত