শিশির- দিব্যেন্দুকে ওয়াই প্লাস নিরাপত্তা, কেন্দ্রের সিদ্ধান্তে ফের জল্পনা

Last Updated:

শাসক দলের সঙ্গে কাঁথি এবং তমলুকের সাংসদের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷ যদিও সরকারি ভাবে তৃণমূল ছাড়েননি শিশির অধিকারী (Sisir Adhikari) বা দিব্য়েন্দু অধিকারী (Dibyendu Adhikari)৷

#কলকাতা: এবার দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হল৷ গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শিশির এবং দিব্যেন্দুর বিজেপি যোগের জল্পনা চরমে পৌঁছয়৷
শাসক দলের সঙ্গে কাঁথি এবং তমলুকের সাংসদের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷ যদিও সরকারি ভাবে তৃণমূল ছাড়েননি দু' জনের কেউই৷ দিব্যেন্দু অধিকারী দলবিরোধী কোনও মন্তব্য না করলেও শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর শিশির অধিকারী নিজের দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সভাতেও হাজির ছিলেন তিনি৷ যদিও এর পরেও তৃণমূলের তরফে শিশির অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ তবে শুভেন্দু বিজেপি-তে যোগদানের পরেও তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷
advertisement
শিশির এবং দিব্যেন্দু অধিকারী দু' জনকেই রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়৷ তবে অধিকারী পরিবার সূত্রে খবর, কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে এখনও দুই সাংসদই কিছু জানেন না৷ এ দিন সকাল পর্যন্ত বাড়িতেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসে পৌঁছয়নি৷ এর আগে জানা গিয়েছিল, রাজ্যে বিজেপি-র যে ৭৫ জন বিধায়ক রয়েছেন, তাঁদের প্রত্যেককেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, এ বার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী৷ তাঁকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেয় বিজেপি৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশির- দিব্যেন্দুকে ওয়াই প্লাস নিরাপত্তা, কেন্দ্রের সিদ্ধান্তে ফের জল্পনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement