শিশির- দিব্যেন্দুকে ওয়াই প্লাস নিরাপত্তা, কেন্দ্রের সিদ্ধান্তে ফের জল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শাসক দলের সঙ্গে কাঁথি এবং তমলুকের সাংসদের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷ যদিও সরকারি ভাবে তৃণমূল ছাড়েননি শিশির অধিকারী (Sisir Adhikari) বা দিব্য়েন্দু অধিকারী (Dibyendu Adhikari)৷
#কলকাতা: এবার দুই তৃণমূল সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ রাজ্যের বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বাবা ও ভাইকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্তে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হল৷ গত ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেওয়ার পর থেকেই শিশির এবং দিব্যেন্দুর বিজেপি যোগের জল্পনা চরমে পৌঁছয়৷
শাসক দলের সঙ্গে কাঁথি এবং তমলুকের সাংসদের সম্পর্ক কার্যত ছিন্ন হয়েছে৷ যদিও সরকারি ভাবে তৃণমূল ছাড়েননি দু' জনের কেউই৷ দিব্যেন্দু অধিকারী দলবিরোধী কোনও মন্তব্য না করলেও শুভেন্দু নন্দীগ্রামে প্রার্থী হওয়ার পর শিশির অধিকারী নিজের দলের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি সভাতেও হাজির ছিলেন তিনি৷ যদিও এর পরেও তৃণমূলের তরফে শিশির অধিকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি৷ তবে শুভেন্দু বিজেপি-তে যোগদানের পরেও তাঁকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷
advertisement
শিশির এবং দিব্যেন্দু অধিকারী দু' জনকেই রাজ্য সরকারের তরফে নিরাপত্তা দেওয়া হয়৷ তবে অধিকারী পরিবার সূত্রে খবর, কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়ে এখনও দুই সাংসদই কিছু জানেন না৷ এ দিন সকাল পর্যন্ত বাড়িতেও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসে পৌঁছয়নি৷ এর আগে জানা গিয়েছিল, রাজ্যে বিজেপি-র যে ৭৫ জন বিধায়ক রয়েছেন, তাঁদের প্রত্যেককেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে৷
advertisement
advertisement
প্রসঙ্গত, এ বার বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী৷ তাঁকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নেয় বিজেপি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2021 1:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিশির- দিব্যেন্দুকে ওয়াই প্লাস নিরাপত্তা, কেন্দ্রের সিদ্ধান্তে ফের জল্পনা