West Bardhaman News: বিলেত থেকে ইঁট আনিয়ে তৈরি হয়েছিল স্যাক্রেড হার্ট চার্চ, কেন হঠাৎ করেই বাছা হয় আসানসোলকেই

Last Updated:

ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কর্পোরেশনের উদ্যোগে আসানসোলে তৈরি হয় স্যাক্রেড হার্ট চার্চ।

+
স্যাক্রেড

স্যাক্রেড হার্ট চার্চ।

আসানসোল, পশ্চিম বর্ধমান: উনিশ শতকের মধ্যবর্তী সময়ে মাটির নিচে লুকিয়ে থাকা বিশাল কয়লা ভান্ডারের হদিশ পাওয়া যায় বাংলা এবং বিহারে। তারপর থেকেই আসানসোল এলাকায় কয়লা উত্তোলনের জন্য বাড়তে থাকে ইউরোপিয়ানদের সংখ্যা। একই সঙ্গে কাজের জন্য বহু মানুষ এখানে এসে বসবাস করতে শুরু করেন। ধীরে ধীরে দেশের একটি গুরুত্বপূর্ণ জায়গা হয়ে ওঠে আসানসোল রানীগঞ্জ।
ধীরে ধীরে যখন আসানসোল শহর গড়ে উঠছে, তখন ধর্মপ্রচারকদের কাছেও এই জায়গাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। খ্রিস্ট ধর্মের প্রচারকরা তখন এখানে আসেন। একটি চার্চ নির্মাণের প্রয়োজনীয়তা তখনই দেখা দেয়। আর তারপরেই জিটি রোডের পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় স্যাক্রেড হার্ট চার্চ তৈরির কাজ। যে চার্চটি আসানসোল শহরের বড় হয়ে ওঠার সঙ্গী। সাক্ষী বহুল ইতিহাসের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় ইতিহাসবিদদের সূত্রে জানা যায়, ১৮৭৩ সালে এই চার্চ তৈরির কাজ শুরু হয়। যদিও এই চার্চে প্রথমবারের জন্য প্রার্থনা করা হয় ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর। মূলত ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কর্পোরেশনের উদ্যোগে আসানসোলে তৈরি হয় স্যাক্রেড হার্ট চার্চ। যে চার্চে এখনও নিয়মিত হয় প্রার্থনা। বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
advertisement
অনেক ইতিহাসবিদ দাবি করেন, যে সময় এই চার্চ তৈরি করা হয়েছিল, তখন লন্ডন থেকে আনা হয়েছিল চার্চ তৈরির ইট। যদিও বর্তমানের চার্চ এবং পুরো এলাকাটি তৈরি হয় ১৯২৭ সালে। উল্লেখ্য, চলতি বছরেও বড়দিন উপলক্ষে এই চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছিল। তাছাড়াও সকাল থেকেই বহু মানুষ এখানে নিজেদের প্রার্থনা জানাতে আসছেন। অন্যদিকে বড়দিন উপলক্ষে নানা রঙিন আলোয় সেজে উঠেছে স্যাক্রেড হার্ট চার্চ। যীশু খ্রীষ্টের জন্ম বৃত্তান্ত মডেলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে এখানে।
advertisement
নয়ন ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: বিলেত থেকে ইঁট আনিয়ে তৈরি হয়েছিল স্যাক্রেড হার্ট চার্চ, কেন হঠাৎ করেই বাছা হয় আসানসোলকেই
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement