Awas Yojana: আবাসের প্রথম ধাপের টাকা কবে ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে! বড়দিনের আগেই খুশির খবর? জানুন কারা পেলেন টাকা!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Awas Yojana: কারোর ভরসা এক চিলতে কুঁড়ে ঘর। কারোর আবার মাথার ওপর নেই স্থায়ী কোনও ছাদ। কেউ বসবাস করছেন ত্রিপলের নীচে। এমন সমস্ত পরিবারেরই মাথার উপর স্থায়ী ছাদের ছোট্ট একটা বাড়ি স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করছে বাংলার আবাস যোজনা।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: কারোর ভরসা এক চিলতে কুঁড়ে ঘর। কারোর আবার মাথার ওপর নেই স্থায়ী কোনও ছাদ। কেউ বসবাস করছেন ত্রিপলের নীচে। এমন সমস্ত পরিবারেরই মাথার উপর স্থায়ী ছাদের ছোট্ট একটা বাড়ি স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করছে বাংলার আবাস যোজনা। ইতিমধ্যেই বাংলার আবাস যোজনা প্রকল্পের আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম ধাপের টাকা।
আরও পড়ুনঃ ছোট্ট ‘আমলকি’-তেই ধরাশায়ী সুগার-কোলেস্টেরল! তবে রোজ সকালে খেতে হবে শুধু এই নিয়মেই
বাংলার আবাস যোজনা প্রকল্পে আবেদনকারীদের দেওয়া হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা। যে টাকায় তাঁরা মাথা গোঁজার একটা স্থায়ী ঠিকানা পাবেন। বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে দেওয়া হবে ষাট হাজার টাকা। বাড়ি তৈরির কাজ খানিকটা অগ্রগতি হলে বাকি টাকা দেওয়া হবে। সেই হিসাব মত আবেদনকারীরা প্রথম ধাপের ষাট হাজার টাকা পেতে শুরু করেছেন।
advertisement
প্রশাসনের এই উদ্যোগে প্রায় ১২ লক্ষ পরিবার উপকৃত হবে। কারণ এতগুলি পরিবারকে বাড়ি তৈরির জন্য দেওয়া হবে টাকা। খুব স্বাভাবিকভাবেই বাড়ি তৈরির জন্য টাকা হাতে পেয়ে খুশি আবেদনকারীরা। প্রশাসনকে তাঁরা ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে জেলার গ্রামাঞ্চলগুলিতে এবং জঙ্গলমহল এলাকায় এই প্রকল্পে বহু মানুষ উপকৃত হবেন।
advertisement
আরও পড়ুনঃ রোজের রান্নায় ব্যবহার করেন, কিন্তু জানেন কি এই ‘তেল’ বিষের সমান? বাড়ায় হৃদরোগ, ক্যানসারের ঝুঁকি
উল্লেখ্য, বহু পরিবার দীর্ঘদিন ধরে আবাস যোজনার জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে চলতি বছরেই কয়েক মাস আগে শুরু হয় আবেদন প্রক্রিয়া। তারপর প্রশাসনের তরফ থেকে সার্ভে করা হয়। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে। আর বাড়ি তৈরির এই টাকা পেয়ে খুশি সকলেই।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 5:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Awas Yojana: আবাসের প্রথম ধাপের টাকা কবে ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে! বড়দিনের আগেই খুশির খবর? জানুন কারা পেলেন টাকা!