West Medinipur tourist spot: মোগলমারি বৌদ্ধবিহারে এসেছেন? দেখেছেন এক মূর্তি গুলো? ইতিহাস জানেন?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Historical place: বাংলার আনাচে কানাচে রয়েছে নানান ইতিহাস। তেমনি এক ইতিহাসের ক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি বৌদ্ধবিহার। এই মোগলমারিতেই মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে মহাবিহার।
পশ্চিম মেদিনীপুর: বাংলার আনাচে কানাচে রয়েছে নানান ইতিহাস। তেমনি এক ইতিহাসের ক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি বৌদ্ধবিহার। এই মোগলমারিতেই মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে মহাবিহার। প্রতিদিন বহু মানুষ ঘুরতে আসেন এই ইতিহাস ক্ষেত্রে, ছোটদের পড়ার ইতিহাস বইতেও ঠাঁই পেয়েছে মোগলমারি বৌদ্ধবিহার। এখানে এলেই দেখা মিলবে দেওয়ালে খোদিত রয়েছে একাধিক মূর্তি। তবে জানেন কী এই বিভিন্ন ধরনের মূর্তির ইতিহাস?
ইতিহাস গবেষকেরা মনে করেন মূর্তিগুলি আসলে স্টাকো মূর্তি। মনে করা হয়, এই মহাবিহারের চারিদিকের দেওয়ালে খোদিত ছিল বিভিন্ন আকৃতির বৌদ্ধ দেবদেবীর মূর্তি। একাধিক ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও বেশ কিছু অক্ষত রয়েছে। তবে প্রাকৃতিক কারণে তাও ধ্বংসের পথে। মনে করা হয়, মহাবিহারের বাইরের দেওয়ালে অলংকরণের জন্য এই ধরনের বৌদ্ধ দেবদেবীর স্টাকো মূর্তি নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে।
advertisement
advertisement
প্রসঙ্গত, মাটি খুঁড়ে উদ্ধার হয় মোগলমারি বৌদ্ধবিহার। যা শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারত এবং ভারতের বাইরে সারা পৃথিবীর কাছে এক অন্যতম প্রত্নক্ষেত্র। এর প্রতিটি ইটে লেগে রয়েছে ইতিহাসের নানা কথা। তবে দেওয়ালের এই একাধিক মূর্তি বর্ণনা দেয় পঞ্চম ষষ্ঠ শতাব্দীর সময়ের শিল্প ভাবনাকে, সেই সময়ের ইতিহাসকে। স্বাভাবিকভাবে শুধু মোগলমারী বৌদ্ধ বিহারের ইতিহাস নয়, প্রতিটি ইটে যেমন লেগে রয়েছে ইতিহাসের নানা কথা, তেমনি এই ধরনের মূর্তি প্রকাশ করে পঞ্চম ষষ্ঠ সময়ের শিল্পভাবনাকেও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2024 8:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur tourist spot: মোগলমারি বৌদ্ধবিহারে এসেছেন? দেখেছেন এক মূর্তি গুলো? ইতিহাস জানেন?
