পুজো শুরু হয়েছিল শেরশাহের দান করা জমির আয়ে, কোলসরা গ্রামের এই পুজোয় থোর-মোচা-কলার পদ নিবেদন করা হয় দেবীকে...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
District Durga Puja || পুজোর আগে বড় বড় পাত্র করে গঙ্গার থেকে জল নিয়ে আসা হয়৷ সেই জলে প্রতিদিনের পুজোর ভোগ রান্না হয়।
#পূর্ব বর্ধমান: দুর্গাপুজোর জন্য জমি দান করেছিলেন শের শাহ। সেই জমির আয়েই পুজো হয় পূর্ব বর্ধমানের জামালপুরের কোলসরা গ্রামের ঘোষাল পরিবারে। এই দুর্গাপুজোর এবার এবার ৩৬৮ বছর। মহালয়ার দিন থেকে দশমীর দিন পর্যন্ত দেবীকে ভোগ দেওয়ার রীতি রয়েছে প্রথম থেকেই। প্রাচীন রীতি মেনে নিষ্ঠা ও ধারাবাহিকতায় সঙ্গে এই পুজো চলে আসছে।
থোর, মোচা, কলা এই উপকরণের বিভিন্ন পদ নিবেদন করা হয় মা দুর্গাকে।এই সব পদ রান্না করতে হয় গঙ্গাজল দিয়েই। ঘোষাল পরিবারের সদস্যরা জানালেন, এই পরিবারের পূর্ব পুরুষ দিগম্বর ঘোষাল ছিলেন শের শাহর বিশ্বস্ত কর্মচারী। ১৫৪০ খ্রীস্টাব্দে জিটি রোড নির্মাণের সময় শের শাহ তাঁকে কাজের দেখভাল করার জন্য এখানে পাঠিয়েছিলেন। সেই থেকে ঘোষাল পরিবার কোলসরায় বসবাস শুরু করেন।
advertisement
advertisement
advertisement
এই পরিবারের বর্তমান প্রজন্মের সদস্য সমীর ঘোষাল জানান, দিগম্বরের বংশধর ঈশ্বরচন্দ্র ঘোষাল স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজোর প্রচলন করেন।পরিবারের বিশ্বাস, কলাবাগানে যে বালিকার দর্শন পেয়েছিলেন ঈশ্বরচন্দ্র, তিনি মা দুর্গাই। এমনটাই কথিত আছে৷ তাই কলাবাগানে দেবীর দর্শন হওয়ায় ভোগে কলা, থোর ও মোচার বিভিন্ন পদ দেওয়ার রীতি রয়েছে। সেই রীতি এখনও বজায় রেখেছেন বর্তমান প্রজন্মের সদস্যরা। এই পরিবারের প্রতিমা সাবেকি ধাঁচের। জন্মাষ্টমীতে দেবীর কাঠামোয় মাটি দান করার রীতি রয়েছে। পুজোর আগে বড় বড় পাত্র করে গঙ্গার থেকে জল নিয়ে আসা হয়৷ সেই জলে প্রতিদিনের পুজোর ভোগ রান্না হয়। পারিবারিক পুজো হলেও গ্রামবাসীদের অংশগ্রহণে এই পুজো সর্বজনীন হয়ে উঠেছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজো শুরু হয়েছিল শেরশাহের দান করা জমির আয়ে, কোলসরা গ্রামের এই পুজোয় থোর-মোচা-কলার পদ নিবেদন করা হয় দেবীকে...

