দুর্ঘটনা কেড়েছে বাবাকে! মায়ের কাছে মানুষ হয়েই মাঠে ফুল ফোটাচ্ছে বাংলার শিবম

Last Updated:

শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের সাহেবডাঙার বাসিন্দা শিবম ঘোষ। বাবা নেপাল ঘোষ ছিলেন দুগ্ধ ব্যবসায়ী। বছর দেড়েক আগে কলকাতায় দুধ নিয়ে যাওয়ার সময় বিধাননগর এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। বাড়িতে মা আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দিদি। মা সামান্য কাপড়ে নকশার কাজ করেন। কিছুটা দূরে বুৃঁইচা পাড়ায় মামা তাদের নিজের বাড়িতে আশ্রয় দেন।

+
ফুটবল

ফুটবল প্র্যাকটিসে ব্যস্ত শিবম

শান্তিপুর, মৈনাক দেবনাথ: শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের সাহেবডাঙার বাসিন্দা শিবম ঘোষ। বাবা নেপাল ঘোষ ছিলেন দুগ্ধ ব্যবসায়ী। বছর দেড়েক আগে কলকাতায় দুধ নিয়ে যাওয়ার সময় বিধাননগর এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। বাড়িতে মা আর দ্বাদশ শ্রেণীর পড়ুয়া দিদি। মা সামান্য কাপড়ে নকশার কাজ করেন। কিছুটা দূরে বুৃঁইচা পাড়ায় মামা তাদের নিজের বাড়িতে আশ্রয় দেন।
আপাতত তারা সেখানেই আছেন তাঁরা। সংসার চলে কোন মতে। মামা এক ছানা ব্যাবসায়ীর অধীনে কর্মচারী। সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাঁকেও। এর মধ্যে বড় ফুটবলার হওয়ার স্বপ্ন ছাড়েনি শিবম।
advertisement
advertisement
নয় বছর ধরে ফুলিয়ার সংহতি ফুটবল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছে সে। রাইট ব্যাক শিবম এর আগে অনুর্ধ ১৪ বাংলা দলে সুযোগ পেয়েছে। সম্প্রতি সে অনূর্ধ্ব ১৬ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলা দলের সদস্য হয়েছে। বহরমপুর শিবির শেষ করে ফিরেছে। এরপর সে রওনা দেয় পঞ্জাবে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে শিবম। আর্থিক কারণে পড়াশোনাও থমকে রয়েছে কয়েক মাস।
advertisement
তার প্রিয় ফুটবলার রোনাল্ডো, ভারতীয়দের মধ্যে প্রবীর দাস তার আদর্শ। ফুটবল প্রশিক্ষকরা ফুটবলের সরঞ্জাম কেনার ব্যাপারে সহযোগিতা করার পাশাপাশি নানাভাবে তাকে আর্থিক সহায়তা করেন। আপাতত মায়ের মেহনত এবং পাড়া প্রতিবেশীদের আশীর্বাদ ও সহযোগিতাতেই এগিয়ে চলেছে শিবং তার স্বপ্নের রাস্তায়। সে আশাবাদী একদিন সে দেশের হয়ে ফুটবল খেলবে এবং তার পরিবার ও পাড়া-প্রতিবেশীদের মুখ উজ্জ্বল করবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুর্ঘটনা কেড়েছে বাবাকে! মায়ের কাছে মানুষ হয়েই মাঠে ফুল ফোটাচ্ছে বাংলার শিবম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement