পড়ার সঙ্গে সঙ্গেই চলে তাঁর জীবনের লড়াই- ফল বিক্রির সঙ্গে সঙ্গেই দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা

Last Updated:

অসম সেই লড়াইকে হার মানিয়ে এগিয়ে চলেছে আশিক। গত শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।

Higher Secondary students selling fruits to survive ad run family
Higher Secondary students selling fruits to survive ad run family
#খড়গ্রাম: জীবনের রঙ্গমঞ্চে আশিক হোসেনের ভূমিকা ফল বিক্রেতার। প্রতিদিনের জীবনে সে ভূমিকা বড় কঠিন বড় বাস্তব। কিন্তু খিদের বিরুদ্ধে জানের লড়াই করতে করতেও সে স্বপ্ন দেখে অন্য কিছু করার। চেষ্টা করে স্বপ্নকে সাকার করতে। আর সেই স্বপ্নের উড়ানে ভর দিয়ে সে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর হাজরাবাটি গ্রামের বাসিন্দা আশিক হোসেন। আজিজা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আশিক পড়ে কলা বিভাগে। পড়ার সঙ্গে সঙ্গেই চলে তাঁর জীবনের লড়াই।
অসম সেই লড়াইকে হার মানিয়ে এগিয়ে চলেছে আশিক।  গত শনিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সংসারের গুরু দায়িত্ব মাথায় নিয়ে ফল বিক্রি করে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন আশিক হোসেন। পাঁচ বছর আগে মৃত্যু হয়েছে বাবার। সংসারের একমাত্র রোজগেরে মানুষের মৃত্যু নড়বড়ে করে দিয়েছিল পায়ের তলার ভিত। বাধ্য হয়েই সংসারের জোয়াল  কাঁধে তুলে নেয় সে। নগর বাজারেই ফলের ব্যবসা শুরু করে আশিক। শুধু মায়ের দায়িত্ব নয়, কাকা কাকিমার দায়িত্বও আশিকের। মা তুহিনা বেগমের একমাত্র সন্তান আশিক সমস্ত রকমের প্রতিকুলতা কে দুরে সরিয়ে রেখে, শুধু নিজের অদম্য ইচ্ছা কে কাজে লাগিয়ে পড়া করে চলেছে। মাটির বাড়ি, খড়ের চাল। দিন আনি দিন খাওয়া সংসারে আশিকই একমাত্র রোজগেরে ছেলে।
advertisement
advertisement
ফল বিক্রি করে যে অর্থ উপার্জন হয় তাই দিয়েই চলে সংসার। আর তার লড়াই এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। তার লড়াইয়ে  পাশে পেয়েছে স্কুলের শিক্ষকদেরও। সারাদিন পরীক্ষার পর বিকেলে ফল বিক্রি, আর সন্ধ্যা হলেই বাড়ি ফিরে পড়াশুনো। আর্টস নিয়ে পড়লেও তার ইচ্ছা সেনা বাহিনীতে যোগদান করার। শুধু জন্ম দাত্রী মা নয়, দেশ মা -এর জন্যও অসীম ভালোবাসা আশিকের। তাই দুচোখ ভরে স্বপ্ন দেখে ভবিষ্যতে দেশের হয়ে কাজ করার। স্বপ্ন সাকার হোক আশিকের। দেশের ভবিষ্যৎ এগিয় চলুক আশিকের হাত ধরে।
advertisement
Koushik Adhikary
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পড়ার সঙ্গে সঙ্গেই চলে তাঁর জীবনের লড়াই- ফল বিক্রির সঙ্গে সঙ্গেই দিচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement