অস্ট্রেলিয়া পেল জসপ্রীত বুমরাহ, বাঁহাতে ছোঁড়েন ইয়র্কার, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
তাঁর অ্যাকশন অবিকল বসানো এক অজি ক্রিকেটারের বোলিং ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) ৷
#মেলবোর্ন: ভারতীয়য় জোরে বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এখন সেরা ক্রিকেটারদের তালিকায় সামনের সারিতে রয়েছেন৷ তার নাম গোনা হয় একদম সেরার সারিতে৷ বুমরাহের বড় শক্তি তাঁর ইয়র্কার, তাঁর বল বড় থেকে বড় ক্রিকেটারদের ঘাম ছুটিয়ে দেন৷ জসপ্রীত বুমরাহের বোলিং দ্বিতীয বোলারদের থেকে একেবারে আলাদা৷ এই বোলিং স্টাইলের জেরে তিনি বাড়তি বাউন্স পান৷ যার জন্য ব্যাটসম্যানদের বাড়তি অসুবিধার সম্মুখীন হতে হয়৷ তাঁর অ্যাকশন অবিকল বসানো এক অজি ক্রিকেটারের বোলিং ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) ৷
এমনকি তাঁর বোলিং অ্যাকশন দেখার সময় কমেন্টেটররাও বলছিলেন যে জসপ্রীত বুমরাহ! দেখে নিন অজি বোলারের বিশেষ জসপ্রীত বুমরাহ অ্যাকশনে বোলিং৷ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ড (Sheffield Shield) ফাইনালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া আর ভিক্টোরিয়ার মধ্যে খেলা হয়েছিল৷ যেটা ড্র ছিল৷ কিন্তু প্রথম ইনিংসের ভিত্তিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়৷ এই ম্যাচে ভিক্টোরিয়ার পার্ট টাইম বোলার নিক মেডিসন (Nic Maddinson) জসপ্রীত বুমরাহ স্টাইলে বল করেছিলেন৷ কিন্তু এরপর তিনি আবার জোরে বোলিংয়ও করেন৷ ক্রিকেটারদের কাছে এই স্টাইল বল করায় সকলেই হাসছিলেন কারণ তিনি স্পিন বোলিং করেন৷ দেখে নিন ভাইরাল ভিডিও৷
advertisement
Nic Maddinson brings out the Bumrah! #SheffieldShield pic.twitter.com/rPQU5E7VW2
— cricket.com.au (@cricketcomau) April 4, 2022
advertisement
ক্রিকেট অস্ট্রেলিয়া মেডিনসনের বোলিং টুইটারে শেয়ার করে৷ ব্যাট হাতে তিনি ১২ বলে ৫ টি চারের সাহায্যে ২০ রান করেন৷ এই অজি ক্রিকেটার জাতীয় দলের জার্সিতে ৬ টি টি টোয়েন্টি এবং তিনটি টেস্ট খেলেন৷ ফার্স্টক্লাস ক্রিকেটে তাঁর নামে ৮ উইকেট রয়েছে৷
advertisement
মেডিনসন ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে অভিষেক করেছিলেন৷ ২০১৩ সালে ভারতের বিরুদ্ধে ১৬ বলে ৩৪ রান করেছিলেন৷
Location :
First Published :
April 04, 2022 4:42 PM IST