HS Exam 2025: ট্রেনে খোয়া গেছে Admit কার্ড! পুলিশের হস্তক্ষেপে উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট বসল পরীক্ষায়

Last Updated:

পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাতে কোনরকম অসুবিধা না হয় সেই বিষয়টিও যেমন দেখেন পাশাপাশি আসল এডমিট কার্ডের পরিবর্তে প্রিন্ট আউট করা নকল এডমিট কার্ডে পরীক্ষা দিতে যাতে কোনরকম সমস্যার মুখে পড়তে না হয় ওই পরীক্ষার্থীকে সেই দিক ও নিশ্চিত করেন তিনি।

পুলিশের সাহায্যে পরীক্ষা দিতে পারল এডমিট ছাড়াই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
পুলিশের সাহায্যে পরীক্ষা দিতে পারল এডমিট ছাড়াই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী
হুগলি: ট্রেনে মামার বাড়ি থেকে ফেরার পথে ব্যাগ হারিয়ে ফেলেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ! ব্যাগের মধ্যে ছিল পরীক্ষার এডমিট কার্ড সহ একাধিক জিনিসপত্র। এডমিট কার্ড হারিয়ে যাওয়ায় পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোঃ নাজিমের। অবশেষে পুলিশের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ডুবলিকেট এডমিট কার্ড দিয়েই পরীক্ষা দিল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে হুগলির রিষড়া বিদ্যাপীঠ স্কুলে।
রিষড়া বিদ্যাপীঠ স্কুলে মোট ২৮৩ জন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। আঞ্জুমান হাই স্কুলের ছাত্র মহঃ নাসিম পরীক্ষা দিতে আসে। তার এডমিট নেই, বিষয়টা নজরে আসে শ্রীরামপুর থানার কর্তব্যরত পুলিশ অফিসারের। ছাত্রের সঙ্গে কথা বলে তাকে শ্রীরামপুর থানার গাড়ি করেই থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যাডমিট হারানোর নির্দিষ্ট অভিযোগ করে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
মোবাইলে এডমিট কার্ডের ছবি তোলা ছিল ছাত্রের। সেই ছবি প্রিন্ট করে আবারো থানার গাড়ি করেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় শ্রীরামপুর থানার কর্মরত সাব ইন্সপেক্টর জিতেন্দ্রনাথ প্রামানিক।
পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় দেখে পেনও নেই সেই পরীক্ষার্থী। তার হাতে নিজের পকেট থেকে পেন বার করে তুলে দেন শ্রীরামপুর থানার অফিসার জিতেন্দ্রনাথ প্রামানিক।
advertisement
পরীক্ষা কেন্দ্রে ঢুকতে যাতে কোনরকম অসুবিধা না হয় সেই বিষয়টিও যেমন দেখেন পাশাপাশি আসল এডমিট কার্ডের পরিবর্তে প্রিন্ট আউট করা নকল এডমিট কার্ডে পরীক্ষা দিতে যাতে কোনরকম সমস্যার মুখে পড়তে না হয় ওই পরীক্ষার্থীকে সেই দিক ও নিশ্চিত করেন তিনি। শেষ মুহুর্তে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশের সাহায্য পরীক্ষা দিতে পেরে খুশি ওই পরীক্ষার্থী।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
HS Exam 2025: ট্রেনে খোয়া গেছে Admit কার্ড! পুলিশের হস্তক্ষেপে উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট বসল পরীক্ষায়
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement