Indian Railways: রেলেরই আধিকারিক চোর, গ্রেফতার নিরাপরাধ ১৩! বিক্ষোভে কর্মীরা
- Written by:Pranab kumar Banerjee
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
প্রতিবাদে দিনমজুরদের মুক্তির দাবিতে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা।
মুর্শিদাবাদ: রেলেরই আধিকারিক চোর, গ্রেফতার নিরাপরাধ ১৩ জন দিন মজুর৷ বেশ কিছুদিন আগে আজিমগঞ্জ জংশন স্টেশনে ভারতীয় রেলের কিছু সামগ্রী রেল আধিকারিক কেষ্ট মালের নেতৃত্বে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রেলের বেশ কিছু সামগ্রী সহ ১৩জন দিনমজুরকে হাতেনাতে গ্রেফতার করে।
১৩ জন দিনমজুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত রেলেরই আধিকারিক কেষ্ট মাল এখন ও অধরা। এরই প্রতিবাদে নিরাপরাধ দিনমজুরদের মুক্তির দাবিতে ও কেউ মালের গ্রেফতার দাবিতে সোমবার আজিমগঞ্জ জংশন স্টেশনে আর পি এফ অফিসের সামনে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা। তাদের দাবি বিনা অপরাধে গ্রেপ্তার করা দিনমজুরদের মুক্তি দিতে হবে।
advertisement
advertisement
বেশ কিছুদিন আগে আজিমগঞ্জ জংশন স্টেশনে ভারতীয় রেলের কিছু সামগ্রী রেল আধিকারিক কেষ্ট মালের নেতৃত্বে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রেলের বেশ কিছু সামগ্রী সহ ১৩জন দিনমজুরকে হাতেনাতে গ্রেফতার করে। ১৩জন দিনমজুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত রেলেরই আধিকারিক কেউ, মাল এখনও অধরা। ঘটনার পর থেকেই পলাতক ।
advertisement
এরই প্রতিবাদে নিরাপরাধ দিনমজুরদের মুক্তির দাবিতে ও কেউ মালের কেষ্ট গ্রেপ্তারের দাবিতে সোমবার আজিমগঞ্জ জংশন স্টেশনে আর পি এফ অফিসের সামনে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা। তাদের দাবি বিনা অপরাধে গ্রেফতার হওয়া দিনমজুরদের মুক্তি দিতে হবে। দিনমজুর শ্রমিকদের যে কাজ দেওয়া হয় তারা সেই কাজ করেন। কিন্তু তাদের যে সমস্ত সামগ্রী ব ইতে দেইয়া হয়েছিল সেগুলি যে চুরি করে পাচার করা হচ্ছে সেই বিষয়ে তাদের জানা ছিল না। সেই কারণে নিরাপরাধ শ্রমিককদের গ্রেপ্তার করায় তাদের দিন আনা দিন খাওয়া সংসারে চরম সমস্যা নেমে এসেছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক। এমনটাই দাবি জানান বিক্ষোভকারীরা।
advertisement
Pranab Kumar Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 28, 2023 7:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: রেলেরই আধিকারিক চোর, গ্রেফতার নিরাপরাধ ১৩! বিক্ষোভে কর্মীরা









