মুর্শিদাবাদ: রেলেরই আধিকারিক চোর, গ্রেফতার নিরাপরাধ ১৩ জন দিন মজুর৷ বেশ কিছুদিন আগে আজিমগঞ্জ জংশন স্টেশনে ভারতীয় রেলের কিছু সামগ্রী রেল আধিকারিক কেষ্ট মালের নেতৃত্বে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রেলের বেশ কিছু সামগ্রী সহ ১৩জন দিনমজুরকে হাতেনাতে গ্রেফতার করে।
১৩ জন দিনমজুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত রেলেরই আধিকারিক কেষ্ট মাল এখন ও অধরা। এরই প্রতিবাদে নিরাপরাধ দিনমজুরদের মুক্তির দাবিতে ও কেউ মালের গ্রেফতার দাবিতে সোমবার আজিমগঞ্জ জংশন স্টেশনে আর পি এফ অফিসের সামনে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা। তাদের দাবি বিনা অপরাধে গ্রেপ্তার করা দিনমজুরদের মুক্তি দিতে হবে।
আরও পড়ুন - ২২ তারিখ পর্যন্ত মেয়াদ, ২৩ এপ্রিল থেকে নতুন বাসস্থানে রাহুল! বাংলো ছাড়ার নির্দেশ
বেশ কিছুদিন আগে আজিমগঞ্জ জংশন স্টেশনে ভারতীয় রেলের কিছু সামগ্রী রেল আধিকারিক কেষ্ট মালের নেতৃত্বে চুরি করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে রেলের বেশ কিছু সামগ্রী সহ ১৩জন দিনমজুরকে হাতেনাতে গ্রেফতার করে। ১৩জন দিনমজুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়। কিন্তু অভিযোগ এই ঘটনায় মূল অভিযুক্ত রেলেরই আধিকারিক কেউ, মাল এখনও অধরা। ঘটনার পর থেকেই পলাতক ।
আরও পড়ুন - Ram Navami: এই রামনবমীতে তৈরি হচ্ছে বিশেষ পবিত্র যোগ, ভাগ্য বদলে যাবে এই কাজ করলে
এরই প্রতিবাদে নিরাপরাধ দিনমজুরদের মুক্তির দাবিতে ও কেউ মালের কেষ্ট গ্রেপ্তারের দাবিতে সোমবার আজিমগঞ্জ জংশন স্টেশনে আর পি এফ অফিসের সামনে বিক্ষোভ দেখায় একাধিক দিনমজুরেরা। তাদের দাবি বিনা অপরাধে গ্রেফতার হওয়া দিনমজুরদের মুক্তি দিতে হবে। দিনমজুর শ্রমিকদের যে কাজ দেওয়া হয় তারা সেই কাজ করেন। কিন্তু তাদের যে সমস্ত সামগ্রী ব ইতে দেইয়া হয়েছিল সেগুলি যে চুরি করে পাচার করা হচ্ছে সেই বিষয়ে তাদের জানা ছিল না। সেই কারণে নিরাপরাধ শ্রমিককদের গ্রেপ্তার করায় তাদের দিন আনা দিন খাওয়া সংসারে চরম সমস্যা নেমে এসেছে। অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক। এমনটাই দাবি জানান বিক্ষোভকারীরা।
Pranab Kumar Banerjeeনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways, Murshidabad