Digha News: অমাবস্যার ভরা কোটালে দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, দানবীয় ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়ালে, দেখুন ভিডিও

Last Updated:

Digha: অমাবস্যার ভরা কোটালে দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। দিঘায় এ দিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল।

+
অমাবস্যার

অমাবস্যার ভরা কোটালে দিঘায় তীব্র জলোচ্ছ্বাস।

দিঘা: অমাবস্যার ভরা কোটালে দিঘায় তীব্র জলোচ্ছ্বাস। আনন্দে মাতোয়ারা পর্যটকেরা। দিঘায় এ দিন জোয়ারের সময় প্রবল জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেল। দানবীয় ঢেউ আছড়ে পড়ছে দিঘার সৈকত সরণিতে। আর জলোচ্ছ্বাসে ভিজে আনন্দে আত্মহারা পর্যটকেরা। জেলা তথা রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা বর্ষা-সহ সব ঋতুতেই সমান জনপ্রিয় পর্যটকদের কাছে। সমুদ্রের মাতাল করার জলোচ্ছ্বাস পর্যটকদের আরও বেশি আকর্ষিত করছে।
জোয়ারের সময় ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণির গার্ড ওয়ালে। সৈকত সরণিতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে। ফুলে ফেঁপে উঠছে সমুদ্রের জল। আর বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘা সৈকত সরণির গার্ড ওয়ালে। সৈকত সরণিতে দাঁড়িয়ে পর্যটকেরা সমুদ্র স্নানের মজা নিল আত্মীয়-পরিজন বন্ধুদের সঙ্গে।
advertisement
advertisement
চলতি সপ্তাহে দিঘায় পর্যটকের ভিড় বাড়ছে। সমুদ্রের ভয়ঙ্কর রূপ উপভোগ করার জন্য বহু পর্যটক এসেছেন। এমনিতেই বর্ষাকালে দিঘায় পর্যটকের সংখ্যা বেশি হয়। পর্যটকরা এলেও সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ দিন সকালে ভরা কোটাল ও ঝড়ো হাওয়ায় ফুলে ওঠেছে সমুদ্রের জল। সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করেছে দিঘা পুলিশ প্রশাসন। উত্তাল সমুদ্রের নামতে না পারলেও পর্যটকদের মনে বিন্দুমাত্র আক্ষেপ নেই জলোচ্ছ্বাসের কারণে।
advertisement
আরও পড়ুনঃ ভাইয়ের হাতে ভুলেও ‘এই’ রঙের রাখি পরাবেন না, মুহূর্তেই বিপদ ঘনিয়ে আসবে
সমুদ্রের জলোচ্ছ্বাস বর্ষাকালে দিঘায় পর্যটকদের আরও বেশি আকর্ষণীয় করে তোলে। সমুদ্রের এই ভয়ঙ্কর সুন্দর রূপে মজে ওঠেছে পর্যটকেরা। সমুদ্রের এই ভয়ঙ্কর রূপ দেখতে সৈকত সরণীতে হাজির হয় পর্যটকেরা। হাওয়ায় জোয়ারের সময় উত্তাল সমুদ্র। দানবীয় ঢেউ গার্ড ওয়াল টপকে আছড়ে পড়ে সৈকত সরণিতে। উত্তাল সমুদ্রে নেমে সমুদ্র স্নানের মজা না নিতে পারলেও জলোচ্ছ্বাসের বড় বড় ঢেউর ঝাপটায় সমুদ্র স্নানের তারিয়ে তারিয়ে উপভোগ করল পর্যটকেরা।
advertisement
দিঘায় আসা পর্যটকেরা জানিয়েছেন, সমুদ্রের ভয়ংকর সুন্দর রূপ তাদের আকৃষ্ট করেছে। জলোচ্ছ্বাসের ঝাপটায় সকালবেলা সমুদ্র স্নানের মজা নিয়ে খুশি পর্যটকেরা। বর্ষায় দিঘার এই ভয়ংকর সুন্দর রূপে মজে উঠেছে পর্যটকেরা।
Saikat Shee
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha News: অমাবস্যার ভরা কোটালে দিঘায় তীব্র জলোচ্ছ্বাস, দানবীয় ঢেউ আছড়ে পড়ছে গার্ডওয়ালে, দেখুন ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement